মুগ্ধের হত্যাকাণ্ডের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৫:২৯, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১
ফাইল ফটো
ফাইল ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ হত্যাকাণ্ডের ঘটনায় তার পরিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে, মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন, তবে কারো নাম উল্লেখ করেননি।

অভিযোগ দায়ের শেষে স্নিগ্ধ সাংবাদিকদের জানান, তারা নিজেদের উদ্যোগে মুগ্ধ হত্যার প্রমাণ সংগ্রহের চেষ্টা করেছেন। ঘটনার সময়ের ভিডিও ফুটেজও সংগ্রহ করা হয়েছে, এবং ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে চেহারা শনাক্ত করে তদন্তকারী সংস্থা অপরাধীদের খুঁজে বের করতে পারবে।

স্নিগ্ধ বলেন, “অভিযোগে এখনো কারো নাম উল্লেখ করা হয়নি। তবে ট্রাইব্যুনাল তদন্ত করলে অপরাধীদের চিহ্নিত করা সম্ভব হবে।”

এদিকে, ২০২৪ সালের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে উত্তরার আজমপুরে সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মীর মাহফুজুর রহমান মুগ্ধ। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ২০২৩ সালে গণিতে স্নাতক পাস করার পর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এ এমবিএ করছিলেন। মৃত্যুর সময় তার গলায় বিইউপির আইডি কার্ড ছিল।

মুগ্ধের হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তাকে পুলিশের গুলিতে নিহত হতে দেখা যায়। তার মৃত্যুর পর, আন্দোলনে ব্যাপক জনসমর্থন গড়ে ওঠে।

মুগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমান এবং মা শাহানা চৌধুরী। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

Share This Article


ছবি: সংগৃহীত

ছাগলকাণ্ডের মতিউরকে জেলগেটে ৩ দিন জিজ্ঞাসাবাদ করবে দুদক

জামিন পাওয়ার পর পরী মনি

নেন নেন বেশি করে নেন, আজ সবাইকে খুশি করে যাব: পরিমণি

ছবি: সংগৃহীত

তাবলীগের সাদপন্থিদের প্রধান মুরব্বিদের জামিন আপাতত বহাল

কোর্টের পথে আনিসুল হক, মেনন, ইনু ও পলকরা

আনিসুল হক, মেনন, ইনু ও পলকসহ ১০ জন নতুন মামলায় গ্রেফতার

আদালতে সালমান এফ রহমান

সালমান এফ রহমান ফের ৩ দিনের রিমান্ডে

ছবি: সংগৃহীত

জামিন পেয়েছেন পরী মণি

নতুন ধ্বনি প্রতিনিধির তোলা ছবি

টঙ্গীতে ছয় মামলার আসামি টিকটক সজল গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

ফাইল ফটো

মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে

ফাইল ফটো

কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু পেপারে চিঠি লিখলেন দীপু মনি

ফাইল ফটো

আনিসুল-ইনুসহ ৫ জন ফের রিমান্ডে

মামুন মন্ডল

গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মামুন মন্ডল গ্রেপ্তার

ডা. শাহেদারা

সেই চিকিৎসক শাহেদারাকে জামিন