জাপানের কান্টো অঞ্চলের তোচিগি প্রিফেকচরে অবস্থিত ‘হিলিং প্যাভিলিয়ন’ নামের একটি চিড়িয়াখানায় এখন থেকে একা পুরুষের প্রবেশ নিষিদ্ধ। এই চিড়িয়াখানায় প্রবেশের জন্য পুরুষদের সঙ্গে নারী বা পরিবার থাকতে হবে, তাহলেই তারা প্রবেশ করতে পারবেন।
হিলিং প্যাভিলিয়ন চিড়িয়াখানায় দর্শনার্থীরা পশু-পাখিদের সঙ্গে সময় কাটাতে পারেন এবং তাদের খাওয়ানোর সুযোগ পান। এই চিড়িয়াখানা মূলত মানুষের মানসিক ও শারীরিক সমস্যা নিরাময়ের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। গত বছর মার্চে এই চিড়িয়াখানাটি খুলে এবং দর্শনার্থীরা চাইলে তাদের পোষ্যও নিয়ে আসতে পারতেন।
চিড়িয়াখানার প্রধান মিসা মামা সম্প্রতি এক সামাজিক মাধ্যম পোস্টে জানিয়ে দেন যে, পুরুষ দর্শনার্থীরা একা আসলে তাদের প্রবেশ করতে দেওয়া হবে না। তিনি জানান, বেশ কয়েকবার নারী দর্শনার্থীরা যৌন হেনস্থার অভিযোগ করেছেন এবং সব অভিযোগেই অভিযুক্ত ছিলেন পুরুষ দর্শনার্থীরা। এই কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মিসা তার পোস্টে আরও জানান, নিজেও একা আসা পুরুষদের দ্বারা হেনস্থার শিকার হয়েছেন। তার এই সিদ্ধান্ত নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক সৃষ্টি হয়েছে। কিছু নারী এই পদক্ষেপকে সমর্থন করলেও, বেশ কয়েকজন পুরুষ অভিযোগ করেছেন যে, একা পশু-পাখিদের সঙ্গ উপভোগ করতে যাওয়ার সুযোগ তারা আর পাবেন না।