আনিসুল হক, মেনন, ইনু ও পলকসহ ১০ জন নতুন মামলায় গ্রেফতার

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ দুপুর ১২:৩৩, সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ১৩ মাঘ ১৪৩১
কোর্টের পথে আনিসুল হক, মেনন, ইনু ও পলকরা
কোর্টের পথে আনিসুল হক, মেনন, ইনু ও পলকরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বিভিন্ন থানার পৃথক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ৯ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ (বুধবার) ঢাকা মহানগর দায়রা আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এ আদেশ দেন।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বানিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, দেশ টিভির ব্যবস্থাপনা সম্পাদক আরিফ হাসান, সাংবাদিক ফারজানা রুপা, শাকিল আহমেদ, এবং পল্লবী থানার ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মালেক।

এদিন সকালে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন, যা রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট ওমর ফারুক ফারুকী সমর্থন করেন। তবে, আসামিপক্ষের আইনজীবীরা এ আবেদনের বিরোধিতা করেন। বিচারক পরে আদেশ দেন।

মামলাগুলোর মধ্যে যাত্রাবাড়ী থানার ৩টি ও সুত্রাপুর থানার ১টি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, যাত্রাবাড়ী থানার ২টি মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, যাত্রাবাড়ী থানার ১টি মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, যাত্রাবাড়ী থানার ৩টি মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, মিরপুর মডেল থানার ১টি মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, মিরপুর থানার ১টি মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, কোতোয়ালি থানার ১টি মামলায় দেশ টিভির ব্যবস্থাপনা সম্পাদক আরিফ হাসান, মিরপুর থানার ১টি মামলায় সাংবাদিক ফারজানা রুপা, মিরপুর থানার ১টি মামলায় শাকিল আহমেদ, এবং হাতিরঝিল থানার ১টি মামলায় পল্লবী থানার ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মালেককে গ্রেফতার দেখানো হয়েছে।

এছাড়া, যাত্রাবাড়ী থানার একটি মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও কাফরুল থানার একটি মামলায় সহকারী পুলিশ কমিশনার ইফতেখার মাহমুদকে গ্রেফতার দেখানোর শুনানি হওয়া সত্ত্বেও তাদের আদালতে উপস্থিত করা হয়নি।

Share This Article