তাবলীগের সাদপন্থিদের প্রধান মুরব্বিদের জামিন আপাতত বহাল

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ দুপুর ১২:৩৪, সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ১৩ মাঘ ১৪৩১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টঙ্গীর ইজতেমা মাঠে তাবলীগ জামাতের দুপক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের প্রধান মুরব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ২৩ জনের জামিন আপাতত বহাল রেখেছে আপিল বিভাগ। আজ (সোমবার) আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ, বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে, এই আদেশ দেন।

এছাড়া, রাষ্ট্রপক্ষের জামিন স্থগিত চেয়ে করা আবেদনটির ওপর আগামী ২৩ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করা হয়েছে। এ সময় পর্যন্ত আসামিদের জামিন বহাল থাকবে। আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া।

গত ৮ জানুয়ারি, টঙ্গীর ইজতেমা মাঠে তাবলীগ জামাতের দুপক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ২৩ জনের জামিন প্রদান করেন হাইকোর্ট। মামলার পুলিশ প্রতিবেদন না আসা পর্যন্ত তাদের জামিন দেওয়া হয়।

এর আগে, ১৭ ডিসেম্বর দিবাগত রাতে টঙ্গী ইজতেমা মাঠে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় মাওলানা জোবায়েরের অনুসারী এস এম আলম হোসেন মামলা দায়ের করেন, যেখানে ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় বেশ কিছু জনকে আসামি করা হয়।

Share This Article