সেই চিকিৎসক শাহেদারাকে জামিন

ধানমন্ডির বাংলাদেশ আই হাসপাতালে দেড় বছরের শিশু ইরতিজার চোখে ভুল চিকিৎসার অভিযোগে গ্রেপ্তার ডা. সাহেদারা বেগমের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমানের আদালত এই জামিন দেন। এর আগে ডা. সাহেদারা বেগমকে আদালতে হাজির করা হয় এবং তাকে হাজতখানায় রাখা হয়। পরে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন জানায় ধানমন্ডি থানা পুলিশ। অপরদিকে আসামিপক্ষ জামিনের আবেদন করেন।
আসামিপক্ষের আইনজীবী আব্দুর রশিদ আদালতে বলেন, "আসামি ৩৫ বছর ধরে চিকিৎসা করে আসছেন। শিশুটির চোখে পাপড়ি ছিল, যা মাত্র ১৬ মিনিটে পরিষ্কার করা হয়েছে। এটি কোনো সিরিয়াস অপারেশন ছিল না। শিশুর স্বজনরা প্রথমে বলেন ডান চোখে সমস্যা, পরে বললেন বাম চোখে। এই ঘটনার পর ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বাদী থানায় গিয়ে বলেছেন মামলা তুলে নেওয়া হবে। আসামি অসুস্থ, তাকে জামিন দেওয়া হোক।"
বাধ্যতামূলকভাবে বাদীপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। শুনানির শেষে আদালত ৫ হাজার টাকা বন্ডে ডা. সাহেদারা বেগমকে জামিন মঞ্জুর করেন।
মামলার সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি শিশু ইরতিজাকে চোখের সমস্যার কারণে ধানমন্ডির বাংলাদেশ আই হাসপাতালে নেওয়া হয়। সেদিন বিকালে চিকিৎসকরা শিশুটির বাম চোখে অস্ত্রোপচার করেন, কিন্তু ভুলবশত ডান চোখে অপারেশন করে ফেলেন। পরে এই ভুল সংশোধন করার জন্য আবার বাম চোখে অস্ত্রোপচার করা হয়। এই ঘটনার পর শিশুটির বাবা মো. মাহমুদ হাসান থানায় মামলা দায়ের করেন।