বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনার পতনের দাবিতে দেশের পাশাপাশি বিদেশে বিএনপির অসংখ্য নেতাকর্মী আন্দোলন সংগ্রাম করেছেন। অনেকেই জেল খেটেছেন এবং তারা নানা আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। মির্জা আব্বাস তাঁর বক্তব্যে বলেন, "আমেরিকা, ইউরোপ ও লন্ডনে তীব্র আন্দোলন হয়েছিলো, যা পরবর্তীতে সরকারের কাছে ক্ষমা প্রার্থনা ও রেমিট্যান্স পাঠানোর আহ্বান তুলেছিলো।"
বুধবার রাতে রাজধানীর গুলশান ক্লাবে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন মির্জা আব্বাস। অনুষ্ঠানে আমেরিকা থেকে বাংলাদেশে ফিরে আসা বিএনপির নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় ও নৈশভোজের আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, "আমরা যারা দেশে আন্দোলন করেছি, আমাদের কাজের তুলনায় প্রবাসীরা কোনো অংশে পিছিয়ে নেই।" মির্জা আব্বাস অভিযোগ করেন, বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে এবং বিদেশে কাজ করা নেতাকর্মীদের তাদের কাজের জন্য ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, খন্দকার আবদুল মোক্তাদির, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সম্পাদক বেবী নাজনীন, মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন, জিল্লুর রহমান জিল্লু, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, এবং আরও অনেকে।