গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মামুন মন্ডল গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ রাত ০৮:০৩, শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৩ মাঘ ১৪৩১

মামুন মন্ডল
গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মামুন মন্ডলকে উত্তরা পূর্ব থানার মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি)।
আজ (১৭ জানুয়ারি) শুক্রবার, টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান পিপিএম বার কালের কন্ঠকে নিশ্চিত করেছেন, মামুন মন্ডলকে টঙ্গী পূর্ব থানার মামলার আসামী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার উত্তরা পশ্চিম থানা পুলিশ রুপায়ন সিটির একটি আবাসিক ভবন থেকে মামুন মন্ডলকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী হত্যা মামলা সহ ৩৫টি মামলা রয়েছে।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান পিপিএম বলেন, "মামুন মন্ডলকে রুপায়ন টাওয়ার থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় বৈষম্য বিরোধী হত্যা মামলা রয়েছে।"