বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যু: পেস্ট কন্ট্রোলের চেয়ারম্যানসহ চারজনের বিচার শুরু

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ রাত ১০:৩৫, মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ১৪ মাঘ ১৪৩১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত


বসুন্ধরা আবাসিক এলাকায় তেলাপোকার কীটনাশকের বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যুর ঘটনায় পেস্ট কন্ট্রোল সার্ভিস কোম্পানির চেয়ারম্যান আশরাফুজ্জামানসহ চারজনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে।

গত ১৪ জানুয়ারি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মাসুদ করিম তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এবং অব্যাহতির আবেদন নাকচ করেন।

অভিযুক্তরা:
১. আশরাফুজ্জামান (কোম্পানির চেয়ারম্যান)
২. ফরহাদুল আমিন (কোম্পানির এমডি)
৩. মোসলেহ উদ্দিন শামীম (সিনিয়র এক্সিকিউটিভ)
৪. মো. টিটু মোল্লা (স্প্রে ম্যান)

মামলার বিবরণ:
২০২৩ সালের ২ জুন বসুন্ধরা আবাসিক এলাকার মোবারক হোসেন তুষারের বাসায় কীটনাশক প্রয়োগ করেন পেস্ট কন্ট্রোল সার্ভিস কোম্পানির কর্মীরা। পরদিন সকালে তুষারের স্ত্রী ও দুই সন্তান অসুস্থ হয়ে পড়েন। কীটনাশকের কর্মী মোসলেহ উদ্দিন শামীমকে ফোন করলে তিনি জানান, এটি এলার্জি ছাড়া অন্য কোনো সমস্যা করবে না।

পরবর্তী সময়ে ছোট ছেলে শাহির মোবারত জায়ান (৪) এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পর মারা যায়। বড় ছেলে শায়ান মোবারত জাহিন (৭) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

মামলা ও বিচার:
২০২৩ সালের ৫ জুন শিশুদের মৃত্যুর জন্য দায়িত্বে অবহেলার অভিযোগে ভাটারা থানায় মামলা করেন বাবা মোবারক হোসেন তুষার।

সাক্ষ্যগ্রহণ:
এ মামলায় আগামী ২ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

এ ঘটনায় আদালত অভিযুক্তদের জামিনে রেখেছেন এবং বিচার কার্যক্রম চলমান রয়েছে।

Share This Article