বাংলাদেশে জুলাই মাসে ঘটে যাওয়া অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন এবং শিশুমৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউনিসেফ। এক বিবৃতিতে, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স এই উদ্বেগ জানিয়েছেন। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে উল্লিখিত নিহতদের প্রতি শোক জানিয়ে তিনি বলেন, ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত ১ হাজার ৪০০ জন নিহত হয়েছেন, যার মধ্যে একশোর বেশি শিশু রয়েছে।
ফ্লাওয়ার্স বলেন, নারীদের বিক্ষোভে অংশগ্রহণ থেকে বিরত রাখতে শারীরিক নির্যাতন, ধর্ষণের হুমকি এবং নানা ধরনের লিঙ্গভিত্তিক সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে। শিশুরাও সহিংসতা থেকে রেহাই পায়নি; অনেক শিশুকে হত্যা করা হয়েছে, পঙ্গু করা হয়েছে, নির্বিচারে গ্রেপ্তার করা হয়েছে, এবং অমানবিক অবস্থায় আটক রাখা হয়েছে।
তিনি আরও জানান, তিনটি বিশেষ ক্ষেত্রে জরুরি পদক্ষেপের ওপর গুরুত্ব আরোপ করেছে ইউনিসেফ। প্রথমত, নিহত শিশুদের পরিবারদের জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, আটক শিশুদের পুনর্বাসন ও ন্যায়বিচারের জন্য একজোট হওয়া জরুরি। তৃতীয়ত, দেশে ইতিবাচক পরিবর্তনের জন্য পুলিশ ও বিচার ব্যবস্থার সংস্কারের জন্য রাজনৈতিক নেতা ও নীতিনির্ধারকদের একত্রিত হওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।
ইউনিসেফ আরও জানিয়েছে, তারা শিশুদের প্রতি সহিংসতা, নির্যাতন এবং বেআইনিভাবে আটকে রাখার ক্ষেত্রে স্বাধীন তদন্তের উদ্যোগ নিতে আগ্রহী। বিচার ব্যবস্থার সংস্কারের মাধ্যমে শিশু সুরক্ষা ও ন্যায়বিচারের অধিকার রক্ষার জন্য তারা কাজ করতে প্রস্তুত।