টঙ্গীতে ছয় মামলার আসামি টিকটক সজল গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

গাজীপুরের টঙ্গী থেকে ছিনতাইসহ হত্যাসহ ৬ মামলার আসামি টিকটক সজলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জানুয়ারি) তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫টি দেশীয় ধারালো অস্ত্র।
স্থানীয় তিস্তারগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সজল মিয়া, যিনি "টিকটক সজল" নামেও পরিচিত, টঙ্গীর মৃত আশরাফ আলীর ছেলে।
পুলিশ জানায়, সম্প্রতি টঙ্গী এলাকায় সংঘটিত বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা তদন্তের সময় সজলকে শনাক্ত করা হয়। পরে তিস্তারগেট এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে সজলকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রগুলো ছিনতাইয়ের কাজে ব্যবহার হয়ে আসছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকটক ভিডিও বানিয়ে অস্ত্র প্রদর্শন করে ভীতি সৃষ্টি করছিল।
সজলের বিরুদ্ধে হত্যা, মাদক, ছিনতাই ও ডাকাতিসহ ছয়টি মামলা বিচারাধীন রয়েছে। শুক্রবার দুপুরে তাকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।