ন্যায় বিচারের স্বার্থে ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে, আশা ক্যাডম্যানের

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৩৭, সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ১৩ মাঘ ১৪৩১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান বলেছেন, ন্যায়বিচারের স্বার্থে ভারত শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাবে বলে তিনি আশাবাদী। তিনি বলেন, "ভারতকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার যথাযথভাবে আহ্বান জানিয়েছে, তবে এটি ভারতের সিদ্ধান্ত যে তারা ন্যায়বিচারের পক্ষে দাঁড়াবে, নাকি তাকে বিচার থেকে রেহাই দেওয়ার পক্ষে থাকবে।"

গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। এসময় ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, জুলাই-আগস্টের গণহত্যার মামলায় ছয় পুলিশ সদস্য ও দুই আওয়ামী লীগ নেতাসহ মোট আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

টবি ক্যাডম্যান বলেন, "আমরা আশা করি যে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি আনা হবে এবং তিনি আত্মপক্ষ সমর্থনের সব সুযোগ পাবেন।" তিনি আরও বলেন, "যেহেতু মামলাগুলি জটিল, তাড়াহুড়ো করার সুযোগ নেই। তবে, চিফ প্রসিকিউটর যেভাবে কাজ এগিয়ে নিয়েছেন, তাতে আমি আশাবাদী যে সঠিকভাবে সব কিছু সম্পন্ন হবে।"

এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢাকা শহরের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়ার পর ছয় পুলিশ সদস্য এবং দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

এছাড়া, টবি ক্যাডম্যান জানান যে, আইনি ফ্রেমওয়ার্কে প্রয়োজনীয় পরিবর্তন আনতে আইন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করবেন, যাতে আইনি প্রক্রিয়া আরও নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মানদণ্ডে উপযোগী হয়।

Share This Article