শান্তদের চ্যালেঞ্জ ‘মাঝের ওভারই’

চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। টুর্নামেন্ট শুরুর পাঁচ দিন আগেই দুবাইতে অনুশীলন শুরু করেছেন তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং অন্যরা। বাংলাদেশ দলের প্রত্যাশা টুর্নামেন্টে ভালো করার, এবং সেই লক্ষ্যে কঠোর পরিশ্রম করছে তারা।
এবারের চ্যালেঞ্জ প্রধানত পেসারদের জন্য বেশি থাকবে, বিশেষ করে রানপ্রসবা উইকেটে। বাংলাদেশের বোলাররা এই ধরনের উইকেটের সঙ্গে খুব বেশি পরিচিত নয়, তাই তারা প্রস্তুতি নিচ্ছেন কিভাবে এই উইকেটগুলোতে সঠিকভাবে কার্যকরী হওয়া যায়।
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। পরের দুটি ম্যাচ হবে পাকিস্তানের লাহোর ও রাওয়ালপিন্ডিতে। এসব মাঠের পরিসংখ্যান থেকেই বোঝা যাচ্ছে, উইকেটগুলো ব্যাটিংবান্ধব হবে। এর সাথে সাথে বাংলাদেশ দলের প্রস্তুতিও সেভাবেই সাজানো হয়েছে।
বাংলাদেশ দলের সাবেক পেসার ও কোচ তালহা জুবায়ের জানান, মিডল ওভারগুলোতে বাংলাদেশের ব্যাটার এবং বোলারদের জন্য চ্যালেঞ্জ থাকবে। তিনি বলেন, “মাঝের ওভারগুলোতে ড্যামেজ নিয়ন্ত্রণ করা আমাদের বড় চ্যালেঞ্জ হবে। প্রতিপক্ষ যখন আক্রমণে থাকবে, তখন আমাদের জন্য ওই উইকেটে নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তবে শুধু বোলারদের নয়, দলের তিন বিভাগেরই সমানভাবে লড়াই করতে হবে এই রানপ্রসবা উইকেটে। তালহা জুবায়ের আরও বলেন, "উইকেট ফ্ল্যাট হলেও, এটা মানে না যে আপনারা নেমেই রান করবেন। প্রতিপক্ষও আমাদের পরিকল্পনা নিয়ে আসবে, তাই সুন্দর পরিকল্পনা এবং দক্ষতা প্রয়োজন।"
চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গে। তালহা মনে করেন, পাকিস্তানকে হারানো সম্ভব, তবে ভারতের বিরুদ্ধে শেষ ম্যাচে ভালো করার জন্য শক্ত পরিকল্পনা প্রয়োজন।
এছাড়া, তিনি জানান যে বাংলাদেশ দলের স্ট্র্যাটেজি ঠিক করা হয়েছে, তবে সেটা জনসম্মুখে প্রকাশ করতে চাচ্ছেন না।