জবি ছাত্রদলের পক্ষ থেকে লাইব্রেরিতে পত্রিকা ও বুকসেলফ দেওয়ার আশ্বাস

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৩১, সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ১৩ মাঘ ১৪৩১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ও উন্মুক্ত লাইব্রেরি পরিদর্শন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল। আজ সোমবার (২৭ জানুয়ারি) শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিনের নেতৃত্বে এ লাইব্রেরী পরিদর্শন করা হয়।

এসময় ছাত্রদলের নেতাকর্মীরা শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন এবং তাদের বিভিন্ন দাবি-দাওয়া শোনেন। লাইব্রেরিতে অবস্থানরত শিক্ষার্থীরা তাদের বিভিন্ন সমস্যার কথা ছাত্রদলের নবগঠিত কমিটির কাছে জানান। তারই পরিপ্রেক্ষিতে লাইব্রেরির শিক্ষার্থীদের দাবী অনুযায়ী শাখা ছাত্রদলের অর্থায়নে প্রতিদিন লাইব্রেরীতে ৩টি প্রথম আলো এবং ৩টি ডেইলি স্টার পত্রিকা দেওয়ার আশ্বাস দেওয়া হয়।

এছাড়া ছাত্রদলের পক্ষ থেকে বই রাখার জন্য বুকসেলফ, ব্যাগ রাখার জন্য আরও তাক বসিয়ে দেওয়ার ঘোষণা করা হয়। মঙ্গলবার থেকেই পত্রিকা দুটো কেন্দ্রীয় লাইব্রেরি ও উন্মুক্ত লাইব্রেরিতে শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী দেওয়া হবে বলে জানান শাখা ছাত্রদলের শীর্ষ দুই নেতা।

এসময় শিক্ষার্থীরা লাইব্রেরি সম্প্রসারণের কথা জানান। তারা বলেন, লাইব্রেরির স্থানে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ সম্প্রসারণ করায় লাইব্রেরি ছোট হয়েছে, যেটা শিক্ষার্থীদের জন্য অসুবিধার কারণ। এছাড়া শিক্ষার্থীদের অন্যান্য দাবি-দাওয়ার মধ্যে লাইব্রেরিতে ইন্টারনেটের গতি বৃদ্ধি, পর্যাপ্ত ফ্যান ও লাইটের সরবরাহ, নামাজের স্থানে কার্পেট লাগানো। লাইব্রেরিতে এসি স্থাপন, ওয়াশরুমের সংকট দূর করাসহ টিস্যু সাবান সরবরাহ, শুক্র-শনিবার লাইব্রেরি খোলা রাখা এবং প্রতিদিন রাত ১০টা পর্যন্ত লাইব্রেরী খোলা রাখার দাবি জানান শিক্ষার্থীরা।

এসময় জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, আমাদের ছাত্রদলের পক্ষে যেটা করা সম্ভব শিক্ষার্থীদের জন্য আমরা সেটি করব। ছাত্রদল সবসময় সবার পাশে আছে। লাইব্রেরীটিতে বর্তমানে আসনসংকট, বইয়ের অপ্রতুলতা ইত্যাদি সমস্যাগুলি প্রকট। আমরা প্রশাসনের কাছে এসব সমস্যা দ্রুত সমাধান করার দাবি জানাবো। খুব শীঘ্রই আমরা প্রশাসন বরাবর লিখিত আকারে দাবীগুলো তুলে ধরব।

অপরদিকে, ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, শিক্ষার্থীদের পড়াশুনার পরিবেশ ভালো করতে হলে লাইব্রেরীর বিভিন্ন সুবিধা বাড়ানো অত্যন্ত জরুরি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা এ সমস্যাগুলো তুলে ধরব। আশাকরি বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নিবে এবং শিক্ষার্থীদের সমস্যাগুলোর সমাধান হবে।

Share This Article


ছবি: সংগৃহীত

নীলক্ষেতে অতিরিক্ত পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সংঘর্ষের ছবি

সাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, দুইজন আহত

ছবি: সংগৃহীত

আহত মধুপুর পীরের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে বৃহত্তর উত্তরা উলামা পরিষদ

উপদেষ্টা শারমীন এস মুরশিদ

তরুণেরাই মুক্ত, সুন্দর সমাজ গঠনের মধ্য দিয়ে দেশটাকে গড়বে: শারমীন এস মুরশিদ

ছবি: সংগৃহীত

টঙ্গীতে ছিনতাই বন্ধসহ বিভিন্ন দাবিতে মহাসড়কে বিক্ষোভ

ছবি: সংগৃহীত

খালেদার রোগমুক্তির জন্য জবি ছাত্রদলের দোয়া মাহফিল

মো. বাবু ওরফে ব্লেড বাবু

পল্লবীতে 'ব্লেড বাবু'কে কুপিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

'ছাত্র-জনতারাই দেশের সার্বিক উন্নয়নে মূখ্য ভূমিকা রাখবে'

ফাইল ফটো

ডাকসু নির্বাচনী আচরণবিধি চূড়ান্তে আলোচনা ফেব্রুয়ারিতে

ফাইল ফটো

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১২৯ মামলা

গ্রেফতারকৃত মহসিন মোল্লা

ফুলবাড়ীয়া বাসস্ট্যান্ডে চাঁদাবাজি, এক চাঁদাবাজ টাকাসহ গ্রেফতার