হারিয়ে যাওয়া ১১টি মোবাইল ফোন উদ্ধার করে দিল নিউমার্কেট থানা পুলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ রাত ১০:৫২, মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

ছবি: সংগৃহীত
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট থানা বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ১১টি মোবাইল ফোনসেট উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার তারিক লতিফ ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন।
তিনি জানান, সাধারণ ডায়েরির ভিত্তিতে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় নিউমার্কেট থানার পুলিশ গত এক মাসে দেশের বিভিন্ন স্থান থেকে মোবাইল ফোনসেটগুলো উদ্ধার করেছে। এই প্রক্রিয়ায় থানার এসআই আরব আলী সক্রিয় ভূমিকা পালন করেছেন।
পুলিশের প্রতি কৃতজ্ঞতা:
হারানো মোবাইল ফোনগুলো ফিরে পেয়ে আনন্দিত মালিকরা নিউমার্কেট থানা পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, পুলিশের এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার আস্থা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।