তরুণেরাই মুক্ত, সুন্দর সমাজ গঠনের মধ্য দিয়ে দেশটাকে গড়বে: শারমীন এস মুরশিদ

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ২০২৪ সালে বাংলাদেশের তরুণেরা দেশপ্রেম, মাটির প্রতি ভালোবাসা ও পতাকার প্রতি সম্মান জানাতে শিখেছে। তারাই মুক্ত, সুন্দর সমাজ গঠনের মাধ্যমে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। তিনি ২৪-এর আন্দোলনকে মুক্তিযুদ্ধ হিসেবে উল্লেখ করে বলেন, “যদি আমরা এই যুদ্ধে কোনোভাবে পিছিয়ে পড়ি, তবে আগামী প্রজন্ম আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে।”
শারমীন এস মুরশিদ এসব কথা বলেন সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ কনভেনশন হলে আয়োজিত ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের অষ্টাদশ জাতীয় যুব সম্মেলনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ইন্টেরিম কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা।
উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, "জুলাইয়ের আন্দোলন বহু বছরের বঞ্চনা ও শ্বাসরুদ্ধকর সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্য একটি শক্তিশালী আন্দোলন। এর মাধ্যমে যে শক্তি উদ্ভূত হয়েছে, তা আমাদের দেশকে পরিবর্তন করতে পারে। আমরা বিশ্বাস করি, জাগ্রত তরুণেরা এবার দেশটাকে বদলে দেবে।"
অনুষ্ঠানে ড. বদিউল আলম মজুমদার বলেন, “শেখ হাসিনার আমলে গুম, বিচারবর্হিভূত হত্যা, দুর্নীতি, লুটপাট, অর্থপাচার, ব্যাংক লুটের মতো ঘটনা ঘটেছে। তখন দেশটা দুর্নীতির সর্গরাজ্যে পরিণত হয়েছিল। এখন গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার জন্য সকলের মধ্যে সম্প্রীতি থাকা জরুরি।”
‘তারুণ্যের প্রত্যয়ে মুছে যাবে ভেদ, গড়ব সুশাসন ও সম্প্রীতির বাংলাদেশ’ এই শ্লোগান নিয়ে অনুষ্ঠিত সম্মেলনে প্রায় ৮ শতাধিক স্বেচ্ছাসেবী তরুণ অংশ নেন। সম্মেলনে ক্যাথি বার্কের লেখা 'আই সি এ রেভ্যুলেশন' (I saw a revolution) বইয়ের মোড়ক উন্মোচন করেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ। এছাড়া দেশের ১০টি অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারীদের ভোটে আগামী ১ বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট জাতীয় ফোরাম কমিটি ঘোষণা করা হয়।