পদবি বৈষম্য নিরসনে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচী ঘোষণা

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ দুপুর ০২:৪৫, শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ১৮ মাঘ ১৪৩১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সরকারি কর্মচারীদের মধ্যে পদবি ও বেতন বৈষম্য দূর করার দাবিতে আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে 'বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ'। সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, দীর্ঘ ২৯ বছর ধরে সরকারের বিভিন্ন দপ্তরে পদবি ও বেতন স্কেল সম্পর্কিত বৈষম্য চলে আসছে, যা এখনো সমাধান হয়নি।

১৯৯৫ সালে নির্বাহী আদেশের মাধ্যমে সচিবালয়ের প্রধান সহকারী, উচ্চমান সহকারীসহ সমপদগুলোকে প্রশাসনিক কর্মকর্তা পদবিতে উন্নীত করা হয় এবং বেতন ১০ম গ্রেডে উন্নীত করা হয়। তবে, এ পদবি ও বেতন স্কেল পরিবর্তন হলেও দেশের অন্যান্য সরকারি দপ্তরের কর্মচারীরা একই পদবিতে পুরনো বেতন স্কেলেই রয়ে যান। এ অবস্থায়, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি তিনবার সুপারিশ করলেও কর্তৃপক্ষ এই সুপারিশ বাস্তবায়ন করেনি।

সংগঠনের সভাপতি আবু নাসির খান সংবাদ সম্মেলনে বলেন, "সরকারি দপ্তরের কর্মচারীদের মধ্যে পদবি ও বেতন বৈষম্য সৃষ্টি হয়েছে, যা সংবিধান বিরোধী।" তিনি আরও জানান, ২০১২ সাল থেকে পদবি বৈষম্য নিরসনের জন্য আন্দোলন করা হলেও জনপ্রশাসন মন্ত্রণালয় শুধুমাত্র কমিটি গঠন এবং প্রতিবেদন তৈরিতে সীমাবদ্ধ রয়েছে।

সংগঠনের মহাসচিব মোঃ বেল্লাল হোসেন বলেন, "এতদিন ধরে কমিটির পর কমিটি এবং প্রতিবেদন তৈরির পরেও কেন পদবি এবং বেতন বৈষম্য দূর করা হয়নি তা আমাদের কাছে বোধগম্য নয়।" তিনি দ্রুত পদবি ও বেতন বৈষম্য নিরসনে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন। আগামী ৮ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচির মাধ্যমে আন্দোলন আরও তীব্র করা হবে বলে জানান তিনি।

এছাড়া, তিনি ঘোষণা করেন যে, ৬ ফেব্রুয়ারির মধ্যে পদবি ও বেতন বৈষম্য নিরসন না হলে, প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা এবং প্রয়োজন হলে প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেয়ার মতো কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে সংগঠনের বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, এ ছাড়া বহু সরকারি কর্মচারীও তাদের দাবি সমর্থন করেন।

Share This Article