ডাকসু নির্বাচনী আচরণবিধি চূড়ান্তে আলোচনা ফেব্রুয়ারিতে
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিতঃ সকাল ১০:৫০, শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৩ মাঘ ১৪৩১

ফাইল ফটো
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য করার উদ্দেশ্যে সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলোচনা করে নির্বাচনী আচরণবিধি চূড়ান্ত করা হবে। আগামী ৪ ফেব্রুয়ারি থেকে এ আলোচনা শুরু হবে, জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডাকসু নির্বাচনী আচরণবিধি সময়োপযোগী করার লক্ষ্যে আগামী ৪ ফেব্রুয়ারি থেকে সাধারণ শিক্ষার্থী, ক্যাম্পাসে ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনসহ বিভিন্ন পর্যায়ে নির্বাচন সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করা হবে।