গণমাধ্যম সংস্কার কমিশন ফ্যাসিবাদী চেতনার পরিপন্থী: ১২ দলীয় জোট

১২ দলীয় জোটের শীর্ষ নেতারা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশন গঠন করেছে, তবে গণমাধ্যম সংস্কার কমিটি গঠনের উদ্যোগটি ফ্যাসিবাদ বিরোধী চেতনার পরিপন্থী। তারা দাবি করেন, ফ্যাসিস্ট সরকারের আমলে অনুমোদিত টিভি চ্যানেলের মালিক এবং খুনের মামলার আসামিদেরকে সংস্কার কমিটিতে রাখা হলে বাংলাদেশে ফ্যাসিবাদ নির্মূল করা সম্ভব হবে না।
গতকাল সোমবার রাজধানীর খিলগাঁওয়ে ১২ দলীয় জোটের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত নেতারা ২২ জানুয়ারি প্রকাশিত গণমাধ্যম সংস্কার কমিটির তালিকা নিয়ে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, "বিগত সরকারের দোসররা এখনো প্রশাসনের বিভিন্ন স্তরে সক্রিয় এবং বর্তমান সরকারকে বিতর্কিত করতে কাজ করছে।"
এছাড়া, নেতারা এও বলেন, "বর্তমান ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে বিভেদ সৃষ্টির জন্য কিছু মহল সুকৌশলে কাজ করছে। নিজেদের মধ্যে কাদা ছোঁড়াছুঁড়ি না করে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"
সভায় উপস্থিত নেতারা দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা এবং ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের দোসরদের আইনের আওতায় আনার দাবি জানান। তারা ফ্যাসিবাদের পরিপন্থী রাজনৈতিক দলগুলোকে আগামী নির্বাচনের জন্য অযোগ্য ঘোষণা করারও আহ্বান জানান।
সভায় ১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি (জাফর)-এর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, এলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মহিউদ্দিন ইকরাম, লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজসহ অন্যান্য নেতৃবৃন্দ।