টঙ্গীতে ছিনতাই বন্ধসহ বিভিন্ন দাবিতে মহাসড়কে বিক্ষোভ

  টঙ্গি প্রতিনিধি
  প্রকাশিতঃ রাত ০৮:৪৪, শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকায় ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ বন্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। আজ শনিবার সকাল সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত টঙ্গী স্টেশন রোড এলাকায় মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করে।

জানা যায়, সম্প্রতি টঙ্গী শিল্পাঞ্চল ও আব্দুল্লাহপুর এলাকায় ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। যদিও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট শতাধিক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে, তবুও ছিনতাইয়ের সংখ্যা কমছে না। এ পরিস্থিতিতে ছাত্র-জনতা ছিনতাই বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করে।

বিক্ষোভকারীরা জানান, 'প্রতিদিন মহাসড়কে ছিনতাই হচ্ছে, কিন্তু প্রশাসনের ভূমিকা সন্তোষজনক নয়। তাই আমরা জনগণের জানমাল রক্ষার্থে বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করেছি।'

বিক্ষোভ শেষে প্রশাসনের আশ্বাসে বেলা ১২টায় অবরোধ প্রত্যাহার করা হয়।

Share This Article