আহত মধুপুর পীরের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে বৃহত্তর উত্তরা উলামা পরিষদ

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ রাত ০৯:০৬, শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

 

সড়ক দুর্ঘটনায় আহত মধুপুর পীর আল্লামা আব্দুল হামীদ সাহেবের শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর ধুপখোলায় অবস্থিত আজগর আলী হাসপাতালে যান বৃহত্তর উত্তরা উলামা পরিষদের নেতৃবৃন্দ। তারা পীর সাহেবের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান।

শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় বৃহত্তর উত্তরা উলামা পরিষদের সভাপতি মুফতি কামালুদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হাসপাতালে যান। এসময় তারা পীর সাহেবের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে কুশলাদি বিনিময় এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন বৃহত্তর উত্তরা উলামা পরিষদের সেক্রেটারি মুফতি নেয়ামতুল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সোহাইল সাদি, মাওলানা ওমর ফারুক, মাওলানা সাইফুজ্জামানসহ উলামা পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে ২২ জানুয়ারি (বুধবার) রাতে নরসিংদীর মাধবদীতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মধুপুর পীর আল্লামা আব্দুল হামীদ ঢাকার গেন্ডারিয়াস্থ আজগর আলী হাসপাতালে ভর্তি হন।

Share This Article