সাভারে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও

সাভারে শীতার্ত দুই শতাধিক দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে কম্বল বিতরণ করেছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বকর সরকার। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ উদ্যোগ গ্রহণ করেন উপজেলা প্রশাসন।
কম্বল হাতে পেয়ে করিমা বেগম নামের এক দৃষ্টি প্রতিবন্ধী বলেন, “এই শীতে অনেক কষ্ট করেছি। আজকে এই অফিসার আমাদের কম্বল দিয়েছেন। এখন রাতে শান্তিতে ঘুমাতে পারব। আল্লাহ এই স্যারের মঙ্গল করুন।”
অন্যদিকে হামিদ আলী নামে এক বৃদ্ধ দৃষ্টি প্রতিবন্ধী আবেগাপ্লুত হয়ে বলেন, “এবারের শীতে কেউ আমাদের খবর নেয়নি। ইউএনও স্যার রাস্তায় থাকা আমাদের ডেকে এনে কম্বল দিয়েছেন। আমি আল্লাহর কাছে স্যারের জন্য দোয়া করব।”
ইউএনওর বক্তব্য:
কম্বল বিতরণের পর ইউএনও আবু বকর সরকার গণমাধ্যমকে বলেন, “দুই শতাধিক দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে নিজের হাতে কম্বল পৌঁছে দিতে পেরে নিজেকে সম্মানিত মনে করছি। এ মানুষগুলো পৃথিবীর আলো দেখতে পারে না। তাদের অসহায়ত্ব হৃদয় ছুঁয়ে গেছে। তাদের পাশে থাকা আমার দায়িত্ব বলে মনে করি।
আমার ডাকে সাড়া দেওয়ার জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ। সমাজের বিত্তবানদেরও এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো উচিত। তাদের চোখ ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, তবে তাদের যেকোনো প্রয়োজনে আমি অগ্রাধিকার দিয়ে পাশে থাকব।”
উল্লেখ্য, সাভার উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে স্থানীয়রা প্রশংসা করেছেন।