পল্লবীতে 'ব্লেড বাবু'কে কুপিয়ে হত্যা

রাজধানীর পল্লবীর সিরামিক রোডে অন্তঃকোন্দলের জেরে মো. বাবু ওরফে ব্লেড বাবু (৩২) নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রমজান নামে একজন আহত হয়েছেন।
সোমবার (২০ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে পল্লবী থানার ১২ নম্বর সেকশনের সিরামিক রোডে বঙ্গবন্ধু কলেজের পাশে নতুন রাস্তায় চাপাতি, সুইচ চাকু ও ইট দিয়ে বাবুকে থেঁতলিয়ে আহত করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রথমে তাকে স্থানীয় খ্রিস্টান হাসপাতাল এবং পরে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ব্লেড বাবুর বাসা মিরপুর-২ নম্বরের ৬০ ফিট ছাপরা মসজিদ এলাকায়। তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে এবং তার বাবা মুস্তাকিম, মা নাজমা বেগম।
পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) আবু সাবাহ বলেন, ব্লেড বাবু একজন সন্ত্রাসী ছিলেন, যার বিরুদ্ধে ছিনতাই, হত্যা, সন্ত্রাসী কার্যক্রমসহ একাধিক মামলা রয়েছে। তার গ্রুপের মধ্যে আজ অন্তঃকোন্দল দেখা দেয়।
এ ঘটনায় জড়িত পাঁচজনের নাম জানা গেছে: রাজন (৩৫), রনি (২৬), মুরাদ (৩০), তুফান (২৭) ও সাইফুল (২৪)। এছাড়া, আরও ৩/৪ জন অজ্ঞাতপরিচয় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তারা সবাই একই গ্রুপের সদস্য।
এদিকে, পুলিশ এখনও কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। মামলা দায়েরের পর জড়িতদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে। মরদেহ বর্তমানে কুর্মিটোলা হাসপাতালে রয়েছে এবং সুরতহাল শেষে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।