টঙ্গীতে অস্ত্রসহ ১৬ ডাকাত গ্রেফতার

গাজীপুরের টঙ্গীতে ১৬ ডাকাতকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। শনিবার রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এবং এ সময় তাদের কাছ থেকে বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ইকবাল হোসেন (২৪), নয়ন শেখ (২১), শান্ত রহমান (২১), জালাল উদ্দিন (২৪), যাদব বর্মণ শুক্ল (৪২), বাচ্চু (৩৮), সাইফুল ইসলাম (২৫), খোকন মন্ডল (৪৫), লিটন মোল্লা (২৬), রতন (৩০), মাহাবুব পাঠান (৪০), শামছুল আরিফিন সিজান (২০), আলমগীর শেখ (৩৪), আবিদ হাসান শেখ (২০), নূরে আলম (২৩) ও শফিকুল ইসলাম (৪০)।
পুলিশ জানায়, শনিবার রাত ৮টা থেকে রোববার ভোর পর্যন্ত টঙ্গীর দক্ষিণ আরিচপুর, টঙ্গীবাজার সড়ক, জনপথ অফিসের সামনে এবং হোন্ডা রোডে অভিযান চালিয়ে ১৬ জন ডাকাতকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি সুইচ গিয়ার, ৪টি ধারালো চাকু এবং ১টি কাঁচি উদ্ধার করা হয়।
টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান জানান, আটকদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদের রোববার গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।