টঙ্গীতে বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

টঙ্গীতে বৈষম্যবিরোধী হত্যা ও হতাহতের ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার পলাতক আসামি যুবলীগ নেতা জলিল গাজী গ্রেপ্তার হয়েছেন। তিনি টঙ্গী ৪৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি।
তিনি টঙ্গীর এরশাদ নগরের মৃত হামিদ গাজীর ছেলে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সন্ধ্যায় টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান এই সংবাদ নিশ্চিত করেন।
পুলিশ ও র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা ৯ নম্বর সেক্টর থেকে র্যাব-১ জলিল গাজীকে গ্রেপ্তার করে টঙ্গী পশ্চিম থানায় সোপর্দ করে। পশ্চিম থানা পুলিশ তাকে এজাহারভুক্ত দুটি মামলায় গ্রেফতার করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা করে আহত ও নিহতের ঘটনায় দুই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে টঙ্গী, গাজীপুর ও উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একাধিক মামলা রয়েছে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, জলিলের বিরুদ্ধে আমার থানায় দুটি মামলা আছে। একটি মামলা এই থানায় ও একটি হত্যা মামলা ডিবিতে আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।