ঢাবিতে নিহত তোফাজ্জলের বাবা-মা ভাই-বোন কেউ নেই

  ক্যাম্পাস প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ১০:৪৬, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
তোফাজ্জল
তোফাজ্জল
  • প্রেমঘটিত ব্যাপারে আঘাত পেয়ে মানসিক ভারসাম্য হারায় তোফাজ্জল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহ করে হলটির কিছু শিক্ষার্থী কর্তৃক মারধরের পর নিহত হওয়া তোফাজ্জল (৩০) প্রেম সংক্রান্ত ব্যাপারে আঘাতপ্রাপ্ত হয়ে মানসিক ভারসাম্যহীন ছিলো। এ অবস্থায় কিছুদিনের মধ্যেই তোফাজ্জলের মা, বাবা ও একমাত্র বড় ভাই মারা যান। যার কারণে পরিবার ও অভিভাবকহীন হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতো তোফাজ্জল।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী আরিফুজ্জামান আল ইমরান তার ফেসবুক একাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে এসব তথ্য জানান।

আরিফুজ্জামান আল ইমরান লিখেন, তোফাজ্জল আমার জন্মস্থান বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার সন্তান। তোফাজ্জল পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। এই ছেলেটি বেশ স্বজ্জন, পরোপকারী ও নেতৃত্বগুন সম্পন্ন ছাত্রনেতা ছিল।ব্যক্তিগত জীবনে প্রেম সংক্রান্ত একটি বিষয় নিয়ে আঘাতপ্রাপ্ত হওয়ায় প্রথমে কিছুটা মানসিক ভারসাম্য হারায়। এর কিছুদিনের মধ্যে খুব অল্প সময়ের ব্যবধানে তোফাজ্জলের মা, বাবা ও একমাত্র বড় ভাই মারা যান। তোফাজ্জল পরিবার ও অবিভাবক শুন্য হয়ে পুরোপুরি  মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে গত ৩ থেকে ৪ বছর ধরে। বিগত ২ থেকে ৩ বছর তোফাজ্জল প্রায়ই ঢাকা বিশবিদ্যালয় ক্যাম্পাসে ঘুরে বেড়াত। আমাদের এলাকার যারা ওরে চিনতো সবাই সহযোগিতা করতো। ক্যাম্পাসে আমাকে দেখলেই দৌড়ে এসে কুশল বিনিময় করতো। আমি দেখা হলে ওরে খাবার খেতে বলতাম বা খাওয়ার জন্য টাকা দিতাম অথবা ও মাঝে মধ্যে চেয়ে নিত। খাবার ও খাবার টাকার বাইরে ওর তেমন কোন চাহিদা ছিলো না।

তিনি আরও লিখেন, হয়তো আজকেও খাবারের জন্য ও এফএইচ হলে গিয়েছিলো। আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মু্‌হসিন হলের ছোট ভাই সাংবাদিক কবির কানন এর ফেসবুক ওয়ালে তোফাজ্জলকে নিয়ে একটি স্ট্যাটাস দেখি যে তোফাজ্জলকে চোর সন্দেহে এফএইচ হলে আটক করেছে। আমি দেখা মাত্রই ফোন করে তোফাজ্জলের বিষয়ে কাননকে অবগত করি যে ও আমার এলাকার ছেলে, আমি ওরে ব্যক্তিগতভাবে জানি, বর্তমানে ও মানসিকভাবে ভারসাম্যহীন। হয়তো খাবারের সন্ধানে তোফাজ্জল এফএইচ  হলে গেছে। আমি কানকে বলেছিলাম তুমি ওখানে যারা এখন ওরে আটকে রেখেছে তাদের সাথে কথা বলো, তোফাজ্জল যে মানসিক ভারসাম্যহীন এটা ওদের অবহিত কর, যাতে ওরে শারীরিকভাবে টর্চার না করে। কানন কিছুক্ষণ পরে আমাকে ফোন দিয়ে জানায় ভাই অরে আর কেউ টর্চার করবে না, তবে আপনি অর কোন অভিভাবক কাউকে পাঠান যার কাছে তোফাজ্জলকে দিয়ে দিবে, আমি সেই ব্যবস্থা করতেছি। এরপর আমি আমাদের এলাকার বেশ কয়েকজনের সাথে যোগাযোগ করি এফএইচ হলে গিয়ে তাকে নিয়ে আসার জন্য কিন্তু শেষ পর্যন্ত কাউকে ম্যানেজ করতে পারিনি। ২ ঘন্টার ব্যবধানে ফেসবুকে দেখি তোফাজ্জল এফএইচ হলের শিক্ষার্থীদের নির্মম নির্যাতনে মারা গিয়েছে।

ইমরান আফসোস প্রকাশ করে লিখেন, আহা ঢাকা বিশ্ববিদ্যালয়! ছাত্র নামধারী বিবেকহীন এই নরপিশাচদের জন্য আজকে একটি নিরপরাধ প্রান চলে গেলো, আর ঢাকা বিশ্ববিদ্যালয় কলংকিত হলো। তোফাজ্জল হত্যার বিচার চাওয়ার মত ওর পরিবারে অবশিষ্ট আর কেউ নেই। তবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হলে আমি ব্যক্তিগতভাবে এই হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্টদের বিচার নিশ্চিত করতে আইনি প্রক্রিয়ায় লড়ে যাবো।

Share This Article


ফাইল ফটো

দুদকে হাজির না হয়ে সময় চেয়েছেন বেবিচক প্রকৌশলী হাবীব

৮ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

বেক্সিমকো ফার্মার রিসিভার নিয়ে আদেশ মঙ্গলবার

ভারতীয় চ্যানেল রিপাবলিক বাংলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ

ফাইল ফটো

যেভাবে প্রতিষ্ঠিত হয় ছাত্রলীগ

ফাইল ফটো

নিষিদ্ধ হলো ছাত্রলীগ

সকালে সাভার (ঢাকা) প্রতিনিধির তোলা ছবি

আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক শ্রমিকদের অবরোধ

কামাল আহমেদ মজুমদার

কামাল আহমেদ মজুমদারের তিন দিনের রিমান্ড

আশুলিয়ায় মহাসড়কে দুই দিন শ্রমিকদের অবস্থান, তিন মহাসড়কে দীর্ঘ যানজট

গ্রেফতারকৃত রুমন

কর্মক্ষেত্রে মনোমালিন্যের জেরে গুলশানে ডাবল মার্ডার

ছবি- সংগ্রহীত

দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ ডিএমপি কমিশনারের

ফাইল ফটো

চাচাতো ভাই ও  ভাগনেকে নিয়ে স্বর্ণ আত্মসাৎ আওয়ামী লীগ নেতার