দেশে বাড়ছে ক্যানসারে আক্রান্ত রোগী, ২০৫০ সালে হতে পারে দ্বিগুণ

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:১৬, শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪, ২০ মাঘ ১৪৩০

বাংলাদেশে ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এই সংখ্যা ২০৫০ সালে দ্বিগুণ হতে পারে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। ১৮৫টি দেশ এবং ৩৬ ধরনের ক্যানসারের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

এতে বলা হয়েছে, ২০২২ সালে বাংলাদেশে ক্যানসারে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ২৫৬ জন। এতে মারা গেছেন ১ লাখ ১৬ হাজার ৫৯৮ জন। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত মোট ৫ বছরে ক্যানসারে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৩৩৭ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে খাদ্যনালী, ঠোঁট, মুখের গহ্বর ও ফুসফুসের ক্যানসারে আক্রান্ত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০৫০ সালে বিশ্বে নতুন ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৫০ লাখে পৌঁছাবে, যা ২০২২ সালের সংখ্যার তুলনায় প্রায় ৭৭ শতাংশ বেশি। বিশ্বে প্রায় প্রতি ৫ জনের মধ্যে একজন ক্যানসারে আক্রান্ত। এর মধ্যে ৯ জন পুরুষের মধ্যে একজন এবং ১২ জন নারীর মধ্যে একজন এই রোগে মারা যাচ্ছেন।

ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার (আইএআরসি) দ্বারা পরিচালিত একটি সমীক্ষার ওপর ভিত্তি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই প্রতিবেদন তৈরি করেছে। গবেষণায় তামাক, অ্যালকোহল, স্থূলতা ও বায়ুদূষণকে বিশ্বব্যাপী ক্যানসারে আক্রান্ত রোগী বৃদ্ধির মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে বিশ্বব্যাপী ক্যানসারে আক্রান্ত হয়ে ৯৭ লাখ মানুষ মারা গেছেন। এর মধ্যে ১৮ লাখ মানুষ মারা গেছেন ফুসফুস ক্যানসারে, কোলোরেক্টাল ক্যানসারে ৯ লাখ, লিভার ক্যানসারে ৭ লাখ ৬০ হাজার, স্তন ক্যানসারে ৬ লাখ ৭০ হাজার এবং পাকস্থলী ক্যানসারে মারা গেছেন ৬ লাখ ৬০ হাজার মানুষ।

প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে ফুসফুস ক্যানসারে। এতে আক্রান্ত হয়েছেন ২৫ লাখ মানুষ। এ ছাড়া ২৩ লাখ স্তন ক্যানসার, ১৯ লাখ কোলোরেক্টাল ক্যানসার, ১৫ লাখ প্রোস্টেট, এবং ৯ লাখ ৭০ হাজার মানুষ পাকস্থলীর ক্যানসারে আক্রান্ত হয়েছেন। বাকিরা অন্যান্য ক্যানসারে আক্রান্ত হয়েছেন।

 

Share This Article


বৃষ্টির আভাস দিলো আবহাওয়া অফিস

যুক্তরাষ্ট্রের আকাশে বাংলাদেশের মানচিত্র আঁকলেন ফাহিম

বিজয় দিবসে ঐক্য ও সংস্কারের আহ্বান তারেক রহমানের

৫ বিলিয়ন ডলার লোপাট: শেখ পরিবারের দুর্নীতি অনুসন্ধানে রুল

ড. ইউনূসই একমাত্র নেতা, যার এত যোগ্যতা: পূর্ব তিমুরের প্রেসিডেন্ট

১৫ বছরে বঞ্চিত ৭৬৪ সাবেক কর্মকর্তা পদমর্যাদার সঙ্গে পাবেন আর্থিক সুবিধা

মূল্যস্ফীতির কারণে নতুন করে দরিদ্র হয়েছে ৭৮ লাখ মানুষ

নাসার প্রধান মহাকাশচারী আকাবা এখন ঢাকায়

একটি পক্ষ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের পায়তারা করছে: অ্যাটর্নি জেনারেল

২০২৫ সালের এসএসসি পরীক্ষা ১০ এপ্রিল থেকে, রুটিন প্রকাশ

এসএফওর প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

ওবায়দুল কাদের মারা গেছেন? যা জানা গেল