তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ০৭:০৬, রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টঙ্গীর তুরাগতীরে শুরু হওয়া বিশ্ব ইজতেমার তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ (১৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। দুপুর ১২টার মধ্যে আখেরি মোনাজাত সম্পন্ন হওয়ার কথা রয়েছে, যার মাধ্যমে দিল্লির মাওলানা সাদ অনুসারীদের তত্ত্বাবধানে তিন দিনের এই ধর্মীয় সমাবেশ শেষ হবে।

মোনাজাতে অংশগ্রহণকারী এবং ইজতেমা শেষে বাড়ি ফেরার জন্য রেলওয়ে বিভাগ ৮টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। বনলতা, কক্সবাজার এক্সপ্রেস, সুবর্ণলতা, পর্যটক এক্সপ্রেস এবং সোনার বাংলা এই পাঁচটি বিশেষ ট্রেন ছাড়া টঙ্গী স্টেশনে সব ট্রেনের যাত্রাবিরতি রাখা হয়েছে। আখেরি মোনাজাত উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে।

ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, ইজতেমার প্রথম দিন ফজরের পর বয়ান করেন দিল্লির মাওলানা ইলিয়াস বিন সাদ, বাংলায় তরজমা করেন মাওলানা ওসামা ইসলাম। এরপর অন্যান্য বয়ান ও তালিম কার্যক্রম চলে। আজ আখেরি মোনাজাতের আগেও বিভিন্ন ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এছাড়া, তৃতীয় ধাপে ৪৮টি দেশের ১ হাজার ৪৫০ জন মুসল্লি ময়দানের উত্তর-পশ্চিমাংশে বিদেশি খিত্তায় অবস্থান করছেন। আখেরি মোনাজাতের পর তারা আরও একদিন ময়দানে থাকতে পারেন।

এ পর্যন্ত ইজতেমায় তিন মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে খুলনার দিদার তরফার (৫৫), গত শুক্রবার সকালে বগুড়ার নাজমুল হোসেন (৭৫) এবং ওই দিন রাতে শরীয়তপুরের আব্দুল আজিজ শেখ (৬০) ইন্তেকাল করেন।

Share This Article