সোহরাওয়ার্দী উদ্যানে আজ থেকে মাসব্যাপী জ্বলবে প্রাণের প্রদীপ

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ দুপুর ০১:৫৫, শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ১৮ মাঘ ১৪৩১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৫। বইপ্রেমী ও সংস্কৃতিসেবীদের জন্য এ আয়োজন চলবে এক মাসব্যাপী। আজ থেকে শুরু হওয়া এই উৎসবের উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

৩২টি বই দিয়ে শুরু হওয়া বইমেলা আজ বাংলাদেশের ঐতিহ্যের অংশ। অর্ধশতাব্দী পেরিয়ে এটি এখন বিশ্বব্যাপী পরিচিত। ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বইমেলা বাংলাদেশে সংস্কৃতিচর্চার একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। এটি শুধু বই বিক্রির মেলা নয়, এটি একটি সাংস্কৃতিক উৎসব যেখানে লেখক, প্রকাশক, পাঠক ও সংস্কৃতিচর্চাকারীদের মধ্যে নৈকট্য তৈরি হয়। প্রতি বছর এই বইমেলা নতুন বইয়ের ঝরনামুখে পরিণত হয়, যেখানে শিশু-কিশোরদের জন্যও থাকে আকর্ষণীয় কর্মসূচি।

বিশেষ আয়োজন:

  • শিশুচত্বর: এখানে শিশুদের জন্য পাঠোপযোগী বইয়ের সমাহার এবং শিশুপ্রহর প্রতি শুক্রবার অনুষ্ঠিত হবে।
  • লেখক বলছি: আমন্ত্রিত লেখকরা এই মঞ্চে তাদের লেখালেখি নিয়ে আলোচনা করবেন।
  • মোড়ক উন্মোচন মঞ্চ: বইমেলায় প্রকাশিত নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হবে।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বইমেলা উপভোগে আগত দর্শনার্থীদের সুবিধার্থে ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে যানবাহন নিয়ন্ত্রণের বিধি শিথিল করেছে।

এবারের বইমেলা সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়ে বাঙালি জীবনের চিরায়ত মেলাসংস্কৃতির ইতিহাসে বিশেষ স্থান লাভ করেছে।

Share This Article