বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি: যুক্তরাষ্ট্র

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ১০:০৯, মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪, ২৫ পৌষ ১৪৩০

বাংলাদেশে সদ্য অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মুখ খুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র (আমেরিকা)। দেশটি বলেছে, বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। একইসঙ্গে নির্বাচনে সব দলের অংশগ্রহণ ছিল না। ওয়াশিংটনের স্থানীয় সময় সোমবার (০৮ জানুয়ারি) বাংলাদেশের নির্বাচন নিয়ে এক বিবৃতিতে এসব কথা জানায় দেশটি।

বিবৃতিতে বলা হয়েছে, গণতান্ত্রিক নির্বাচন নির্ভর করে গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতার ওপর। মানবাধিকার, আইনের শাসন ও যথাযথ প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা গণতান্ত্রিক প্রক্রিয়ার অপরিহার্য উপাদান। নির্বাচনের সময় এসব মানদণ্ড ধারাবাহিকভাবে মেনে চলা হয়নি। ভোটের আগে বিরোধী দলের উল্লেখযোগ্যসংখ্যক নেতা–কর্মীকে গ্রেপ্তার করা নিয়ে আমরা উদ্বিগ্ন।

নির্বাচন সামনে রেখে এবং নির্বাচনের প্রচার চলাকালে সহিংসতা ও ভয়ভীতি দেখানোর কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র নির্বাচনের সময় এবং এর আগের মাসগুলোতে সংঘটিত সহিংসতার নিন্দা করে। আমরা বাংলাদেশ সরকারকে সহিংসতার প্রতিবেদন বিশ্বাসযোগ্যভাবে তদন্ত করতে এবং অপরাধীদের জবাবদিহি করতে উৎসাহিত করছি। আমরা সব রাজনৈতিক দলকে সহিংসতা না করার আহ্বান জানাই।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে একটি অবাধ ও মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় (ইন্দো–প্যাসিফিক) অঞ্চল প্রতিষ্ঠার অভিন্ন লক্ষ্যে কাজ করা, বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা ও নাগরিক সমাজের প্রতি সমর্থন অব্যাহত রাখা এবং দুই দেশের জনগণের মধ্যে ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে নির্বাচন নিয়ে যুক্তরাজ্য এক বিবৃতিতে বলেছে, সব দল নির্বাচনে অংশ নেয়নি। সে কারণে বাংলাদেশের মানুষের ভোট দেওয়ার যথেষ্ট বিকল্প ছিল না।

Share This Article


অবৈধ বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে টাস্কফোর্স গঠন

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু

ফেব্রুয়ারিতে তাপমাত্রা কমবে না বাড়বে, জানাল আবহাওয়া অফিস

প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে অনিশ্চয়তা

ছবি: সংগৃহীত

পদবি বৈষম্য নিরসনে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচী ঘোষণা

ছবি: সংগৃহীত

চিরতরে হারিয়ে যাচ্ছে মেছোবিড়াল, সংরক্ষণের দাবি

ছবি: সংগৃহীত

সোহরাওয়ার্দী উদ্যানে আজ থেকে মাসব্যাপী জ্বলবে প্রাণের প্রদীপ

ছবি: সংগৃহীত

আজকের আবহাওয়া পূর্বাভাস

ছবি: সংগৃহীত

সেই মাফলার বিক্রির ঘোষণা শফিকুল আলমের

ছবি: সংগৃহীত

ঈদের ছুটির আগে কি সব বই পাবে শিক্ষার্থীরা

ছবি: সংগৃহীত

ঢাকাসহ ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

ছবি: সংগৃহীত

হানিমুন পিরিয়ড শেষ, চাপ বাড়ছে ইউনূস সরকারের: আইসিজি