এক মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর দাবি সাত কলেজ শিক্ষার্থীদের

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রকাশের দাবিতে সরকারকে ১৫ দিনের আল্টিমেটামসহ নতুন করে পাঁচ দফা দাবি জানিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এক মাসের মধ্যে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করার দাবি জানানো হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সাত কলেজের ফোকাল পারসন আব্দুর রহমান ও কবি নজরুল কলেজের শিক্ষার্থী জাকারিয়া বারি সাগর।
পাঁচ দফা দাবি:
১. শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রকাশ করতে হবে।
২. এক মাসের মধ্যে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে হবে।
৩. চলমান সকল বর্ষের পরীক্ষা পূর্বঘোষিত রুটিন অনুযায়ী অব্যাহত রাখতে হবে।
৪. বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর সঙ্গে সঙ্গেই চলমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নতুন বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করতে হবে।
৫. সাত কলেজের সংকট নিরসনে শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়, বিশেষজ্ঞ কমিটি ও সাত কলেজের অধ্যক্ষদের অংশগ্রহণে দুই দিনের মধ্যে টেবিল টকের আয়োজন করতে হবে।
আন্দোলনের প্রেক্ষাপট:
২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া সাত কলেজের শিক্ষার্থীরা শুরু থেকেই নানা ভোগান্তি ও মানসম্মত শিক্ষা না পাওয়ার অভিযোগ করে আসছেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে শুরু হওয়া আন্দোলনের ধারাবাহিকতায় অধিভুক্তি বাতিল এবং সাত কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জোরালো হয়।
কবি নজরুল কলেজের শিক্ষার্থী জাকারিয়া বারি সাগর বলেন, “আমাদের দীর্ঘ আন্দোলনের পর সরকার ইতিবাচক মনোভাব দেখিয়েছে। ইউজিসির নেতৃত্বে গঠিত বিশেষজ্ঞ কমিটি সাত কলেজের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা তৈরিতে কাজ করছে।”
সাত কলেজের অধিভুক্তি বাতিল:
ঢাকা বিশ্ববিদ্যালয় সম্প্রতি সাত কলেজের অধিভুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ঢাবি সাত কলেজে নতুন শিক্ষার্থী ভর্তি নেবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উচ্চ পর্যায়ের আলোচনা:
সোমবার (২৭ জানুয়ারি) ঢাবি উপাচার্য ও সাত কলেজের অধ্যক্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সাত কলেজের জন্য আলাদা রূপরেখা তৈরির বিষয়েও আলোচনা হয়।
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, “সাত কলেজের সমস্যা সমাধানে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। শিক্ষার্থী ও শিক্ষকদের স্বার্থ সংরক্ষণ করে আলাদা কাঠামো তৈরি করতে হবে।”
সাত কলেজ শিক্ষার্থীরা নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রম দ্রুত শুরুর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।