টঙ্গির তুরাগ নদীর তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা, মুসল্লিদের আগমন শুরু

আগামী ৩১ জানুয়ারি শুক্রবার ফজরের নামাজের পর থেকে টঙ্গির তুরাগ নদীর তীরে শুরু হবে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। পবিত্র হজের পরে এটি মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত। এবারের ইজতেমা শুরায়ী নেজামের তত্ত্বাবধানে দুই ধাপে অনুষ্ঠিত হবে।
প্রথম পর্ব চলবে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত এবং আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। দ্বিতীয় পর্ব শুরু হবে ৩ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে।
ইজতেমার প্রথম পর্বে অংশ নিতে বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা ময়দানে আসতে শুরু করেছেন। প্রথম ধাপে ৪১টি জেলা এবং দ্বিতীয় ধাপে ২২টি জেলা থেকে মুসল্লিরা অংশ নেবেন।
জেলা বিভাজন:
প্রথম পর্বে গাজীপুর, টঙ্গী, মিরপুর, রাজশাহী, বরিশাল, রংপুর, চট্টগ্রাম, সিলেটসহ ঢাকার একটি অংশের মুসল্লিরা অংশগ্রহণ করবেন। দ্বিতীয় পর্বে যাত্রাবাড়ী, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, নোয়াখালী, মাদারীপুর, কক্সবাজারসহ ঢাকার বাকি অংশের মুসল্লিরা অংশ নেবেন।
তাবলীগ জামাতের বক্তব্য:
তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, “দ্বীনের মেহনত উলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত হওয়া প্রয়োজন। দুই ধাপে ইজতেমা হওয়ায় মুসল্লিদের কষ্ট কিছুটা লাঘব হবে।”
নিরাপত্তা ব্যবস্থা:
পুলিশ প্রশাসন ইজতেমার নিরাপত্তায় কাজ করছে। ময়দানে ওয়াচ টাওয়ার নির্মাণ, সিসি ক্যামেরা স্থাপনসহ নানা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, ইজতেমায় মুসলিম উম্মাহর ঐক্য, দ্বীনি শিক্ষা ও দোয়ার মাধ্যমে আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়, যা বিশ্ব মুসলিমের জন্য গুরুত্বপূর্ণ।