ডিজির বদলি বাণিজ্য: কারিগরির দুই শতাধিক গণবদলি বাতিল

কারিগরি শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) মো. আজিজ তাহের খানের করা দুই শতাধিক গণবদলি বাতিল করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের গঠিত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই বদলি বাতিল করা হয়।
২২ ডিসেম্বর দায়িত্ব ছাড়ার আগ মুহূর্তে, ১২ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত সাত দিনের মধ্যে বিভিন্ন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের (টিএসসি) বিভিন্ন পদে দুই শতাধিক বদলি করা হয়। তবে, এই বদলি নিয়ে বিতর্ক ওঠায় অধিকাংশ বদলি অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি।
তদন্তে দেখা যায় যে, এই বদলি আদেশ সাবেক মহাপরিচালকের দায়িত্ব ছাড়ার আগে একসঙ্গে করা সময়োচিত ছিল না। অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলামের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি এ বিষয়ে প্রতিবেদন দিয়েছে।
কমিটির সুপারিশের ভিত্তিতে, বর্তমান ডিজিকে নির্দেশ দেওয়া হয়েছে, কোনো বদলির প্রশাসনিক যুক্তি থাকলে সেগুলো আলাদাভাবে বিবেচনা করার জন্য।