নতুনভাবে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির শঙ্কা তৈরি হচ্ছে: ছাত্র শিবির

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ রাত ০৮:৪১, রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ১২ মাঘ ১৪৩১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মনে করে, আওয়ামী স্বৈরাচারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির যে গুণগত পরিবর্তন হওয়ার কথা ছিল তা অনেকাংশে অনুপস্থিত। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, অভ্যুত্থানের ৫ মাস পরেও আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের ষড়যন্ত্র থেমে নেই। চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সন্ত্রাসীরা যে বর্বর হামলা চালিয়েছিল, তাতে হাজারো প্রাণ ঝরে গেছে, যা ইতিহাসে নজিরবিহীন।

রোববার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে জাতীয় ঐক্য গড়ে না ওঠা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ওপর হামলা, কিছু ছাত্র সংগঠনের চাঁদাবাজি, ছিনতাই, অনলাইন ক্যাম্পেইন ও প্রোপাগান্ডা, ট্যাগিংয়ের রাজনীতি, এসব কার্যক্রমের ফলে দেশে নতুন সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যা জুলাই অভ্যুত্থানের স্পিরিটের পরিপন্থি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনা প্রসঙ্গে শিবির সভাপতি বলেন, গত শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলামের ওপর হামলা একটি দুঃখজনক ঘটনা। এমন কর্মকাণ্ড ভবিষ্যতে ছাত্র সংগঠনগুলোর ঐক্যকে সংকুচিত করতে পারে। তিনি আরও বলেন, সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রশিবিরের ওপর দায় চাপানোর চেষ্টা হয়েছিল, তবে ওই ছাত্র তার ভুল স্বীকার করে ক্ষমা চান। এছাড়া, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ, যা নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

জাহিদুল ইসলাম বলেন, সম্প্রতি একটি ছাত্র সংগঠনের নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে 'লাল সন্ত্রাস' ডাক দিয়েছেন, যা দেশকে এক বিপজ্জনক পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে। অতীতে স্বাধীনতা পরবর্তী সময়ে সমাজতন্ত্রের নামে লাল সন্ত্রাসে ব্যাংক লুট, থানায় হামলা এবং নির্বিচারে হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে এ ধরনের সন্ত্রাস প্রতিহত করবে।

তিনি ছাত্রসংসদ নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে বলেন, গত ৫ আগস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর শিক্ষার্থীদের মতামত প্রকাশের সুযোগ তৈরি হয়েছে। তবে ছাত্রসংসদ নির্বাচন না হওয়ায় ক্যাম্পাসে গণতন্ত্রহীনতা এবং ফ্যাসিবাদ কায়েম হয়েছে। শিক্ষার্থীদের জন্য ছাত্রসংসদ নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি।

এছাড়া, ইবতেদায়ী শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে জাহিদুল ইসলাম বলেন, রোববার শাহবাগে পুলিশের হামলা একটি অগ্রহণযোগ্য ঘটনা। শিক্ষকরা জাতি গঠনের কারিগর, তাদের ওপর হামলা কোনোভাবেই কাম্য নয়। তিনি অবিলম্বে একটি অন্তর্ভুক্তিমূলক স্বাধীন শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানান।

বিষয়ঃ বিএনপি

Share This Article