ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গুলশানে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ সকাল ০৮:০৫, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

বক্তব্য রাখছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েল
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী তথা পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক শরীফ উদ্দীন জুয়েলের উদ্যোগে গুলশানের কালাচাঁদপুর সরকারি হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়াল।
সভাপতির বক্তব্যে মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েল মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবনে তা বাস্তবায়ন করার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া সভায় উপস্থিত থেকে গুলশান থানাধীন ১৫টি মসজিদের পেশ ইমাম রাসুলুল্লাহর (সা.) জীবন ও কর্মের ওপর আলোচনা করেন।