এবার টিউলিপকে ‘দুর্নীতিবাজ’ বললেন ইলন মাস্ক

বাংলাদেশে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরুর পর যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছিলেন। এবার, বিশ্বের শীর্ষ ধনকুবের ও টেসলা-স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক টিউলিপ সিদ্দিককে ‘দুর্নীতিবাজ’ বলে আখ্যা দিয়েছেন।
ইলন মাস্ক ১৫ জানুয়ারি তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি টুইট শেয়ার করেন, যেখানে তিনি টিউলিপ সিদ্দিকের পদত্যাগের বিষয়ে মন্তব্য করেন। টুইটের ক্যাপশনে তিনি লেখেন, "লেবার পার্টির শিশুকল্যাণমন্ত্রী শিশু নিগ্রহকারীদের নিরাপত্তা দেয় এবং দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ।"
টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মন্ত্রী ছিলেন এবং তার দায়িত্ব ছিল দেশের আর্থিক খাতে দুর্নীতি প্রতিরোধ করা। তবে বাংলাদেশে দুর্নীতির একটি মামলায় তার মা, ভাইবোন ও খালার পাশাপাশি তাকে অভিযুক্ত করা হয়েছে। এই বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তার পদত্যাগের চাপ বেড়ে যায়, যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।