বিএসএফের সাথে সংঘর্ষে আহত ৫ বাংলাদেশি কৃষক, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশি নাগরিকদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। ভারতের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত বাংলাদেশের আম গাছ কেটে ফেলার ঘটনাকে কেন্দ্র করে দুদেশের নাগরিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এই সময় বিএসএফ টিয়ারশেল ও বোমা বিস্ফোরণ করে, যা বাংলাদেশের অন্তত ৫ কৃষককে আহত করে।
বাংলাদেশের বিজিবি স্থানীয়দের সহযোগিতায় বিএসএফের এই কার্যক্রম রুখে দেয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হলে, দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয় এবং ঘটনার জন্য দায়ভার গ্রহণ করা হয়।
বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, 'ভারতীয় বাহিনী বাংলাদেশের আমগাছ কেটেছে, যা অনৈতিক ছিল।' তিনি আরও বলেন, 'আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রস্তুত আছি, যাতে কেউ শূন্যরেখা অতিক্রম করতে না পারে।'
বিজিবির এই তৎপরতার ফলে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং উত্তেজনা প্রশমিত হয়েছে।