গোল্ডেন ভিসা সুবিধা নিয়ে এল আমিরাত

সংযুক্ত আরব আমিরাত গোল্ডেন ভিসার আওতায় নতুন তিনটি ক্যাটাগরি অন্তর্ভুক্ত করেছে। নতুন এই উদ্যোগের ফলে বিশেষ করে শিক্ষা, গেমিং ও বিলাসবহুল জীবনযাত্রার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ মিলবে।
শিক্ষক ও শিক্ষাবিদদের জন্য গোল্ডেন ভিসা
আমিরাতের জ্ঞান ও মানব উন্নয়ন কর্তৃপক্ষ (KHDA) ২০২৪ সালের অক্টোবরে শিক্ষকদের জন্য গোল্ডেন ভিসা চালু করেছে। বেসরকারি শিক্ষাখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা শিক্ষকদের এই বিশেষ ভিসা প্রদান করা হবে। ১০ বছরের পুনর্নবীকরণযোগ্য এই ভিসার আওতায়, শিক্ষকরা তাদের পরিবারের সদস্যদেরও স্পনসর করতে পারবেন।
গেমিং ভিসা
দুবাইয়ের গেমিং এবং ই-স্পোর্টস শিল্পকে উৎসাহিত করতে ‘দুবাই গেমিং ভিসা’ চালু করা হয়েছে। এটি ‘দুবাই প্রোগ্রাম ফর গেমিং ২০৩৩’-এর অধীনে গেমিং শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দেওয়া হবে। গেমিং ভিসার আওতায় থাকা ব্যক্তিরা দুবাইকে গেমিং ও ই-স্পোর্টসের বিশ্বমানের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।
বিলাসবহুল ইয়ট মালিকদের জন্য গোল্ডেন ভিসা
আবু ধাবি কর্তৃপক্ষ ‘আবু ধাবি গোল্ডেন কুয়ে’ উদ্যোগের আওতায় বিলাসবহুল ইয়ট মালিকদের জন্য ১০ বছরের গোল্ডেন ভিসা প্রদান শুরু করেছে। ৪০ মিটার বা তার চেয়ে বড় ব্যক্তিগত ইয়টের মালিকরা এ ভিসার জন্য যোগ্য হবেন। এছাড়া, ইয়ট নির্মাণ সংস্থার শেয়ারহোল্ডার, সিইও ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মীরাও এই সুবিধা পেতে পারেন।
বিশেষজ্ঞদের মতে, এই নতুন ক্যাটাগরিগুলো সংযুক্ত আরব আমিরাতকে আরও আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। (তথ্যসূত্র: আরব নিউজ)