ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ রাত ১১:৫৭, শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৪ মাঘ ১৪৩১
ছবি- সংগ্রহীত
ছবি- সংগ্রহীত

ইয়েমেনের হুতি যোদ্ধারা শনিবার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হামলার পর তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজতে শুরু করে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, এই হামলার পর তেল আবিবের বেন-গুরিয়ন বিমানবন্দরে সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে, হামলায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি আকাশে ধ্বংস করতে সক্ষম হয়েছে। একই সঙ্গে সাইরেন বাজানোর মাধ্যমে মানুষকে সতর্ক করা হয়েছিল।

ইসরায়েলি টেলিভিশন চ্যানেল-১২ জানিয়েছে, এই হামলার পর অধিকৃত কেন্দ্রীয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং বেশ কয়েকজন আশ্রয়কেন্দ্রের দিকে পালানোর সময় আহত হয়েছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সাইরেন বাজানোর পর হাজার হাজার মানুষ বোমা শেল্টারের দিকে ছুটছে।

ইসরায়েলি নিরাপত্তা বাহিনী হামলার প্রতিক্রিয়া হিসেবে পদক্ষেপ নিচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে, ইয়েমেনের হুতি যোদ্ধারা আনুষ্ঠানিকভাবে হামলার বিষয়টি নিশ্চিত করেনি, তবে শুক্রবার তারা জানিয়েছিল, তারা মধ্য ও দক্ষিণ ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে এবং লোহিত সাগরে একটি মার্কিন বিমানবাহী রণতরিতে আঘাত করেছে।

Share This Article