রাফা ক্রসিং থেকে সরল ইসরায়েলি সেনা, অবস্থান নিয়েছে ইইউ বাহিনী

গাজার রাফা সীমান্ত ক্রসিং থেকে ইসরায়েলি সেনাবাহিনী তাদের অবস্থান সরিয়ে নিয়েছে। ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুসারে, ইসরায়েল সেনারা ক্রসিংটি আন্তর্জাতিক বাহিনীর কাছে হস্তান্তর করেছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাহিনী এখন রাফা সীমান্তের দায়িত্ব নিয়েছে। ইইউ মিশন জানায়, গাজা-মিশর সীমান্তে এই সামরিক বাহিনী মোতায়েন হয়েছে।
ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, সেনারা রাফা ক্রসিং থেকে সরিয়ে তাদের বাহিনী গাজা-মিশর সীমান্তবর্তী একটি নতুন অবস্থানে মোতায়েন করেছে। সেখান থেকে গাজার দক্ষিণে মিশরের সীমান্ত সংলগ্ন রাফা ক্রসিং পরিচালিত হবে।
ক্রসিংয়ের কার্যক্রম: ফিলিস্তিনি কর্তৃপক্ষ রামাল্লা-ভিত্তিক দপ্তর থেকে রাফা ক্রসিংয়ের গাজা অংশ পরিচালনা করবে। ক্রসিংয়ের মাধ্যমে, ৫০ জন আহত ফিলিস্তিনিকে প্রতিদিন যাতায়াতের অনুমতি দেওয়া হবে, এবং তাদের সাথে তিনজন সঙ্গী যেতে পারবেন। তবে, তাদের সব তথ্য ইসরায়েলি শিন বেট যাচাই করবে এবং মিশরের অনুমোদন থাকতে হবে।
গাজার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং, কারণ এটি গাজার দক্ষিণ অংশে মিশরের সঙ্গে সংযোগ স্থাপন করে। এর মাধ্যমে গাজাবাসীরা দেশের বাইরে যাওয়ার এবং মানবিক সহায়তা পেতে পারে। ইসরায়েলি সেনারা গত বছর এই সীমান্তে বিশাল পরিসরে অবস্থান নিয়েছিল, যার ফলে গাজার বাসিন্দাদের জন্য মানবিক সহায়তা পাঠানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল।