আসামি সেজে জামিন নিলেন অন্যরা

লক্ষ্মীপুরের আদালতে 'আয়নাবাজি'র ভেলকি

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৫:৪০, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
ফাইল ফটো
ফাইল ফটো

লক্ষ্মীপুরের একটি মারামারি ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি সজিব ও সাইফুল ইসলাম শুভ বিদেশে অবস্থান করছেন। অথচ তাদের নামে অন্য দু'জন ব্যক্তিকে আদালতে হাজির করে বেআইনিভাবে জামিন আদায় করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মামলার বাদী শামছুন নেছা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে লিখিত অভিযোগ করেছেন। তার অভিযোগের ভিত্তিতে বুধবার (৮ জানুয়ারি) দুপুর ১২টায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইসমাইলের আদালতে সংশ্লিষ্টদের হাজির করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, বলছেন বাদীর আইনজীবী মো. রায়হান ইসলাম। তিনি আরও জানান, আদালত বিষয়টির ব্যাখ্যা চেয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীর কাছ থেকে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার মোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। আসামিপক্ষের আইনজীবী মো. লুৎফুর রহমান রহিম গাজী আদালতকে জানান যে, মামলার ২ নম্বর ও ৪ নম্বর আসামি প্রবাসে থাকার বিষয়টি গোপন রেখে অন্যান্যরা এই ভুয়া ব্যক্তিদের জামিন করিয়েছেন। তিনি জানান, তিনি কিছু জানতেন না এবং তার কোনও সংশ্লিষ্টতা নেই।

জানা গেছে, রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের সোন্দড়া গ্রামে আবদুল খালেকদের সঙ্গে তাজুল ইসলাম খোকাদের জমি সংক্রান্ত বিরোধ চলছিল, যার কারণে ২০২৩ সালে আদালতে মামলা দায়ের হয়। মামলায় আসামি ছিলেন তাজুল ইসলাম খোকা, সজীব, আনোয়ার হোসেন ও সাইফুল ইসলাম শুভ। ঘটনার পর সজিব সৌদি আরব এবং সাইফুল কাতারে চলে যান।

গেলো বছরের ৩০ জুন, আসামি খোকা ও আনোয়ার জামিন নেন, কিন্তু সজিব ও সাইফুলের গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এরপর ৬ নভেম্বর, ২ নম্বর ও ৪ নম্বর আসামির স্থলে অন্য দু'জন ব্যক্তিকে রামগঞ্জ আমলি আদালতে হাজির করা হয় এবং আদালত তাদের জামিন দেয়। তবে, উপস্থিত ব্যক্তিদের নাম ও পরিচয় জানা যায়নি।

এ ঘটনার পর, ৮ ডিসেম্বর, বাদী শামছুন নেছা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন যাতে সজিব ও সাইফুলকে সশরীরে হাজির করা হয় এবং তাদের জামিন বাতিল করা হয়। তিনি নিযুক্ত কৌঁসুলি ও জামিনদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অবশ্য, আইনজীবী সহকারী আবুল কাশেমের কাছে এই বিষয়ে জানতে চাইলেও, তার মোবাইলে একাধিক কল করা হলেও তিনি উত্তর দেননি।

Share This Article