গুলিপিটুনিতে রাস্তায় মস্তিষ্ক বেড়িয়ে আসা হাসানকে থাইল্যান্ড নেয়া হচ্ছে

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ রাত ১০:৫৮, মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
আহত হাসান
আহত হাসান

ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হাসান (২১) কে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেয়া হচ্ছে। হাসান, যিনি এক সময় চট্টগ্রামে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করতেন, ৪ আগস্ট ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় আহত হন। তাঁর মাথায় গুলি লেগে মস্তিষ্কের কিছু অংশ রাস্তায় পড়ে যায়, যার ফলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে সিএমএইচে চিকিৎসা দেয়া হয়। কিন্তু চিকিৎসায় উন্নতি না হওয়ায় তাঁকে থাইল্যান্ডে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

হাসানের ছোটবোন সুবর্ণা বলেন, "আমরা স্বাস্থ্য উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ। তাঁরা দ্রুত পদক্ষেপ নিয়ে হাসানকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠানোর ব্যবস্থা করেছেন। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই যেন হাসান দ্রুত সুস্থ হয়ে ফিরে আসে।"

আজকে রাত সাড়ে ১০টায় হাসানকে এয়ার এম্বুলেন্সে করে থাইল্যান্ডের বেজথানি হাসপাতালে নেয়া হবে। এসময় উপস্থিত থাকবেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. আবু জাফর, জাতীয় নাগরিক কমিটির ডা. মো. আব্দুল আহাদ এবং স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান।

এদিকে, হাসানের বন্ধু মো. জাকির জানিয়েছেন, ছাত্র আন্দোলনের সময় ছাত্রলীগের সন্ত্রাসীরা হাসানকে পিটিয়ে ও গুলি করে গুরুতর আহত করে। হাসান বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন, এবং তাঁর চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা প্রদান করা হচ্ছে।

Share This Article