পুলিশের হাত থেকে পালানো আসামির আদালতে আত্মসমর্পণ

  নতুন ধ্বনি ডেস্ক
  প্রকাশিতঃ রাত ১২:২৮, মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১
ফাইল ফটো
ফাইল ফটো

কারাগারে পাঠানোর আদেশের পর ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে হাতিরঝিল থানার ডাকাতির মামলার আসামি আরিফুর ইসলাম আরিফ (২৮) পালিয়ে যাওয়ার ২ দিন পর আদালতে আত্মসমর্পণ করেছে। 
গতকাল (সোমবার) বিকেলে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালতে আসামি আরিফ আত্মসমর্পণ করেন। পরে বিচারক আসামিকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
এর আগে গত ১৬ নভেম্বর সন্ধ্যা ৬ টার দিকে হাতিরঝিল থানার ডাকাতি মামলার সন্দিগ্ধ আসামি আরিফকে ১ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে পুলিশ। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমানের আদালত পুলিশের আবেদন আমলে নিয়ে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। কিন্তু আদালত থেকে গারদখানায় নেওয়ার সময় পুলিশের হাত থেকে আসামি পালিয়ে যায়।
এ ঘটনায় এরই মধ্যে পুলিশের দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁরা হলেন- পুলিশ কনস্টেবল সিরাজ ও কাজল। পালিয়ে যাওয়ার সময় আসামির দায়িত্বে ছিলেন এই দুই পুলিশ সদস্য।
 

Share This Article