সবসময় শিক্ষার্থীদের সেবায় নিয়োজিত থাকার ঘোষণা বাঙলা কলেজ ছাত্রদলের

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ দুপুর ১২:৩৯, শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

সাধারণ শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিয়ে সরকারি বাঙলা কলেজে ছাত্রদল পরিচালিত হবে। এছাড়া সবসময় সাধারণ শিক্ষার্থীদের সেবায় নিয়োজিত থাকার ঘোষণা দিয়েছেন বাঙলা কলেজে ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক মো. মোখলেসুর রহমান।

গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে বাঙলা কলেজের প্রশাসনিক ভবনের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এতে সভাপতিত্বের বক্তব্যে মোখলেছুর রহমান এসব কথা বলেন।

বাঙলা কলেজে ছাত্রদলের আহ্বায়ক বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদি ছাত্রদলের বাঙলা কলেজ শাখা সাধারণ শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিয়ে পরিচালিত হবে। সাধারণ শিক্ষার্থীদের সঠিক পরামর্শগুলো গ্রহণ করা হবে। এছাড়া সাধারণ শিক্ষার্থীদের সেবায় এই শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব সবসময় নিয়োজিত থাকার অঙ্গীকার করেছেন।

তিনি আরও বলেন, নতুন কমিটিতে যারা প্রত্যাশিত পদে আসতে পারেন নি, তারাও অনেক যোগ্য। আসুন, সবাই একসঙ্গে সুষ্ঠু ধারার রাজনীতি করি।

সমাবেশের সঞ্চালনা করেন সদস্য সচিব ফয়সাল রেজা। এতে আরও বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান ও যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম সন্টু জয়।

এদিন নবগঠিত কমিটির আহ্বায়ক মো. মোখলেসুর রহমান ও সদস্য সচিব  ফয়সাল রেজার নেতৃত্বে একটি আনন্দ মিছিলও অনুষ্ঠিত হয়েছে।

আনন্দ মিছিলটি বাঙলা কলেজ গেট থেকে শুরু হয়ে মিরপুর সনি সিনেমা হল প্রদক্ষিণ করে।

এসময় আরও উপস্থিত ছিলেন সরকারি বাঙলা কলেজ ছাত্রদলপর যুগ্ম আহ্বায়ক রায়হান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রামানিক, যুগ্ম আহ্বায়ক আবু তালহা, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, সদস্য সাব্বির হোসেন, সদস্য আরিফুল ইসলাম মল্লিক, সদস্য মো. দিদারুল ইসলাম, সদস্য তরিকুল ইসলাম হৃদয়, সদস্য মো. রাজু মিয়া, সদস্য ফরিদ আহমেদ, সদস্য আব্দুল আলিম প্রামাণিক।

এর আগে গত ২৪ ডিসেম্বর ২৪ সদস্যবিশিষ্ট সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন  করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

Share This Article


সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমার সময় ফের বাড়ল

কাবাঘরে ‌‘জয় বাংলা’ স্লোগান দেওয়া যুবকের পরিচয় জানা গেল

গণমাধ্যমে ন্যূনতম বেতন কাঠামো চালু করা উচিত : প্রেস সচিব

মিশরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তর হতে পারে

২০২৬ সালের ৩০ জুনের মধ্যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন: প্রেস সচিব

শীতের মধ্যেই ৪ বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা

মোদির বিতর্কিত পোস্টের জবাবে যা বললেন হাসনাত আবদুল্লাহ

ভোটার এলাকা পরিবর্তনে যুক্ত হতে যাচ্ছে ফেস ভেরিফিকেশন

বৃষ্টির আভাস দিলো আবহাওয়া অফিস

যুক্তরাষ্ট্রের আকাশে বাংলাদেশের মানচিত্র আঁকলেন ফাহিম