দুদকে হাজির না হয়ে সময় চেয়েছেন বেবিচক প্রকৌশলী হাবীব
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রভাবশালী প্রকৌশলী হাবিবুর রহমান দুর্নীতি দমন কমিশনের (দুদক) ডাকে হাজির না হয়ে সময় চেয়ে আবেদন করছেন। গত রবিবার ছিল তার হাজির হওয়ার দিন। মেগা প্রকল্পে অনিয়ম দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। অনুসন্ধান কর্মকর্তা কমিশনের প্রধান কার্যালয়ের উপপরিচালক নাজমুল হাসান কালবেলাকে জানান, গত রবিবার ছিল তার হাজির হওয়ার নির্ধারিত তারিখ। তিনি হাজির না হয়ে সময় চেয়ে আবেদন করেছেন। আমরা পুন:রায় তাকে নোটিশ করবো। তার কাছে যেসব নথিপত্র চাওয়া হয়েছে সেগুলো সংগ্রহের জন্য তিনি সময় চেয়েছেন।
এর আগে বেবিচকের পিএন্ডডি কিউএম সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাবিবুর রহমানকে পদোন্নতি সংক্রান্ত বিষয়ে দুদকের কাছে তথ্য চেয়ে চিঠি লিখেছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়। চিঠির জবাবে তার পদোন্নতির বিষয়ে আপত্তি দিয়ে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন জানান, তার বিষয়ে অনুসন্ধান চলমান রয়েছে।
দুদকে জমা হওয়া তথ্য মতে বেবিচকের বিভিন্ন মেঘাপ্রকল্পে প্রকল্প পরিচালকের দায়িত্বে থেকে ব্যাপক অনিয়ম ও দুর্নীত করেছেন হাবিবুর রহমান। তার দুর্নীতি কারনে বেশ কয়েকটি প্রকল্প মুখ থুবড়ে পড়েছে। ইতোপূর্বে মন্ত্রণালয়ের তদন্তে তার দায়িত্ব পালনে গাফিলতি ও অদক্ষতার প্রমাণ পাওয়ার তাকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব না দিতে বলা হয়েছিল।