সঞ্চয়পত্র বিক্রি বন্ধের জটিলতা এখনো কাটেনি

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ০৯:১৭, বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩১
ছবি- সংগ্রহীত
ছবি- সংগ্রহীত

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সার্ভার আপগ্রেশনের কারণে বর্তমানে সঞ্চয়পত্র বিক্রি বন্ধ রয়েছে। এ কারণে গ্রাহকরা প্রয়োজনীয় তথ্য না পেয়ে ব্যাংকে ভিড় করছেন, তবে তারা কোন সেবা পাচ্ছেন না। প্রায় পাঁচ দিন ধরে তারা ঘুরছেন, কিন্তু নির্দিষ্ট কোন তথ্য পাচ্ছেন না, যা তাদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, সার্ভার আপগ্রেশনের কাজ চলমান থাকায় সাময়িকভাবে সঞ্চয়পত্র বিক্রি বন্ধ রয়েছে। তারা আশাবাদী যে, শিগগিরই সার্ভার চালু হবে এবং গ্রাহকরা আগের মতোই সঞ্চয়পত্র কিনতে পারবেন।

বিগত চার দিনের মতো মঙ্গলবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে দেখা যায়, নারী-পুরুষসহ অনেক গ্রাহক সঞ্চয়পত্র কিনতে বা ভাঙাতে এসেছেন, কিন্তু সার্ভারের কারণে তারা সেবা পাচ্ছেন না। অনেকেই বিরক্তি প্রকাশ করছেন, কারণ কর্মকর্তারা তাদেরকে জানাতে পারছেন না কবে সার্ভার ঠিক হবে।

গ্রাহকরা বলেন, "সঞ্চয় অধিদপ্তর সার্ভার চালু হলে আমরা ফরম জমা দিতে পারব, কিন্তু এখন কিছুই করা যাচ্ছে না।"

বাংলাদেশ ব্যাংক মতিঝিল অফিসের অতিরিক্ত পরিচালক জানান, "গত বুধবার থেকে সার্ভার ডাউন রয়েছে, এবং কবে ঠিক হবে তা আমরা জানি না। তবে সার্ভার ঠিক হলে সেবা প্রদান করা হবে।"

এদিকে, এই জটিলতার মধ্যে চলতি মাস থেকে সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ানো হয়েছে। এখন থেকে মুনাফার হার ১২.২৫ শতাংশ থেকে ১২.৫৫ শতাংশ পর্যন্ত হবে, যা বিনিয়োগকারীদের জন্য একটি ইতিবাচক খবর। তবে নতুন হার অনুযায়ী বিনিয়োগকারীদের ধাপে পরিবর্তন আসবে।

Share This Article


ছবি: সংগৃহীত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে এডিএন টেলিকম

ছবি: সংগৃহীত

সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে ডেল্টা স্পিনার্স

ছবি: সংগৃহীত

সাপ্তাহিক দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফান্ড

ছবি: সংগৃহীত

ব্যবসা-বাণিজ্য তলানিতে, অর্থনীতিতে বাড়ছে চাপ

ছবি: সংগৃহীত

চাল আমদানির প্রভাব নেই খুচরা বাজারে, সঙ্কট তেলের

ছবি: সংগৃহীত

বন্ধ হতে যাচ্ছে সজীব ওয়াজেদ জয়ের ‘বিনিময়’ প্ল্যাটফর্ম

৩৬৮ কোটি টাকার সম্পত্তি জব্দ, আইনি চাপে এস আলম পরিবার

ছবি: নতুন ধ্বনি

বায়িং হাউজের অনিয়ম ধরতে বস্ত্র দপ্তরকে অনুরোধ জানাবে কেন্দ্রীয় ব্যাংক

ছবি: সংগৃহীত

আমানতকারীকে সুরক্ষা দিতে আসছে কেন্দ্রীয় ব্যাংকের বন্ড

ছবি: সংগৃহীত

আলফা ইসলামী লাইফকে ৭ লাখ টাকা জরিমানা

ছবি: সংগৃহীত

এস কে সুরের লকারে ডলার, ইউরো সোনা ও এফডিআরের কাগজ

ছবি: সংগৃহীত

খেলাপি ঋণের সময়সীমা বৃদ্ধি ও সুদহার কমানোর দাবি এফবিসিসিআইয়ের