চাল আমদানির প্রভাব নেই খুচরা বাজারে, সঙ্কট তেলের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ সকাল ০৭:৪৪, শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ১৭ মাঘ ১৪৩১

ছবি: সংগৃহীত
ভারত থেকে শুল্কমুক্ত সুবিধায় গত দুই মাসে ৯,৬৬২ মেট্রিক টন চাল আমদানি করা হলেও রাজধানীর খুচরা বাজারে এর কোনো প্রভাব পড়েনি। ভোক্তারা দাম না কমার জন্য ব্যবসায়ীদের সিন্ডিকেটকে দায়ী করছেন। অন্যদিকে, রমজানকে সামনে রেখে তেলের বাজারে সঙ্কট দেখা দিয়েছে।
চালের বাজারের অবস্থা
রাজধানীর নিউমার্কেট, ঝিগাতলা, কাঁঠালবাগান ও পলাশী বাজার ঘুরে দেখা গেছে, ৬০ টাকার নিচে ভালো মানের কোনো চাল নেই।
চালের ধরন | দাম (প্রতি কেজি) |
---|---|
গুটি স্বর্ণ | ৫৬-৫৭ টাকা |
পাইজাম | ৬০-৬৫ টাকা |
মিনিকেট | ৮৪-৮৫ টাকা |
আটাশ | ৬৫ টাকা |
নাজিরশাইল | ৮০-৮৫ টাকা |
বাসমতী | ৯৫-১০০ টাকা |
চিনি গুড়া | ১৪০ টাকা |
বিক্রেতাদের ভাষ্য:
- দেশে চালের অভাব নেই, কিন্তু দাম বেশি কারণ আমদানিকারক ও মিল মালিকরা মজুদ করে দাম বাড়াচ্ছে।
- নিউমার্কেটের ব্যবসায়ী মারুফ হোসেন: "সরকার সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ। শুল্ক তুলে নিলেও দাম কমছে না, বরং বাড়ছে।"
- জিগাতলার এক বিক্রেতা: "এক মাসে মিনিকেট চালের দাম ৭২ থেকে ৮০ টাকায় বেড়েছে। সিন্ডিকেটের হাত থাকতে পারে।"
সরকারের পদক্ষেপ ও বিশ্লেষণ
- ৬ জানুয়ারি খাদ্য মন্ত্রণালয় জানায়, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চাল আমদানি করা যাবে।
- ২০২৪ সালে এনবিআর শুল্ক কমিয়ে প্রথমে ২৫% করে, পরে পুরোপুরি শুল্কমুক্ত করে।
- প্রত্যাশা ছিল কেজিতে ৯.৬০ টাকা দাম কমবে, কিন্তু উল্টো বেড়েছে।
ক্যাব সহ-সভাপতি এস এম নাজের হোসাইন:
- "সরকার শুল্ক প্রত্যাহার করলেও তদারকি না থাকায় ব্যবসায়ীরা দাম কমায়নি।"
- "মিলার ও কর্পোরেট গ্রুপ একে অপরকে দোষ দিলেও মূলত উভয়েই দাম বাড়ানোর পক্ষে একমত।"
রমজানকে সামনে রেখে তেলের বাজারে কৃত্রিম সংকট তৈরি করেছে সিন্ডিকেট।
তেলের ধরন | দাম (প্রতি লিটার) |
---|---|
বোতলজাত সয়াবিন | ১৭৫ টাকা |
খোলা সয়াবিন | ১৫৭ টাকা |
খোলা পাম তেল | ১৫৭ টাকা |
বোতলজাত ৫ লিটার সয়াবিন | ৮৫০-৮৬০ টাকা |
বিক্রেতারা বলছেন:
- "তেলের দাম একই থাকলেও সরবরাহ কমিয়ে সংকট তৈরি করা হয়েছে।"
- "আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশের বাজারে কখনো কমানো হয় না।"
সবজির বাজারের হালচাল
গত সপ্তাহের তুলনায় সবজির বাজার স্থিতিশীল।
পণ্য | দাম (প্রতি কেজি/আটি) |
---|---|
বাঁধাকপি, ফুলকপি | ৩০ টাকা |
শিম | ৩০-৪০ টাকা |
বরবটি | ৬০ টাকা |
মুলা | ২০ টাকা |
শসা | ৪০-৫০ টাকা |
গাজর | ৫০ টাকা |
কাঁচামরিচ | ৮০ টাকা (পাইকারিতে ৫০ টাকা) |
আলু | ২৫-৩০ টাকা (কমেছে ৫ টাকা) |
পেঁয়াজ | ৫০-৬০ টাকা |
মুরগি ও ডিমের বাজার
পণ্য | দাম (প্রতি কেজি/হালি) |
---|---|
ব্রয়লার মুরগি | ২০০ টাকা (১০ টাকা কমেছে) |
সোনালি মুরগি | ৩৩০-৩৪০ টাকা |
হাঁসের ডিম | ৯০ টাকা (১০ টাকা বেড়েছে) |
মুরগির ডিম | ৪৮-৫০ টাকা |
মাছ ও মাংসের বাজার
মাছ/মাংস | দাম (প্রতি কেজি) |
---|---|
রুই (৫ কেজি+) | ৫০০ টাকা |
ছোট রুই | ২৫০ টাকা |
পাবদা | ৪০০-৪৫০ টাকা |
শিং | ৪৫০-৭০০ টাকা |
পাঙাশ | ১৮০-২০০ টাকা |
তেলাপিয়া | ২০০-২৫০ টাকা |
ইলিশ (১ কেজি) | ২২০০ টাকা |
জাটকা ইলিশ | ৫০০ টাকা |
গরুর মাংস | ৭৫০ টাকা |
হাড়ছাড়া গরুর মাংস | ৯৫০ টাকা |
খাসির মাংস | ১১০০-১১৫০ টাকা |
চালের বাজারে তদারকি না থাকায় দাম কমছে না।
তেলের বাজারে সিন্ডিকেটের কারসাজিতে কৃত্রিম সংকট তৈরি হয়েছে।
সবজির বাজার স্থিতিশীল থাকলেও মাংস ও মাছের দাম বেশি।
রমজানের আগেই বাজার মনিটরিং জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।