চাল আমদানির প্রভাব নেই খুচরা বাজারে, সঙ্কট তেলের

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ সকাল ০৭:৪৪, শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ১৭ মাঘ ১৪৩১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারত থেকে শুল্কমুক্ত সুবিধায় গত দুই মাসে ৯,৬৬২ মেট্রিক টন চাল আমদানি করা হলেও রাজধানীর খুচরা বাজারে এর কোনো প্রভাব পড়েনি। ভোক্তারা দাম না কমার জন্য ব্যবসায়ীদের সিন্ডিকেটকে দায়ী করছেন। অন্যদিকে, রমজানকে সামনে রেখে তেলের বাজারে সঙ্কট দেখা দিয়েছে

চালের বাজারের অবস্থা

রাজধানীর নিউমার্কেট, ঝিগাতলা, কাঁঠালবাগান ও পলাশী বাজার ঘুরে দেখা গেছে, ৬০ টাকার নিচে ভালো মানের কোনো চাল নেই

চালের ধরনদাম (প্রতি কেজি)
গুটি স্বর্ণ৫৬-৫৭ টাকা
পাইজাম৬০-৬৫ টাকা
মিনিকেট৮৪-৮৫ টাকা
আটাশ৬৫ টাকা
নাজিরশাইল৮০-৮৫ টাকা
বাসমতী৯৫-১০০ টাকা
চিনি গুড়া১৪০ টাকা

বিক্রেতাদের ভাষ্য:

  • দেশে চালের অভাব নেই, কিন্তু দাম বেশি কারণ আমদানিকারক ও মিল মালিকরা মজুদ করে দাম বাড়াচ্ছে
  • নিউমার্কেটের ব্যবসায়ী মারুফ হোসেন: "সরকার সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ। শুল্ক তুলে নিলেও দাম কমছে না, বরং বাড়ছে।"
  • জিগাতলার এক বিক্রেতা: "এক মাসে মিনিকেট চালের দাম ৭২ থেকে ৮০ টাকায় বেড়েছে। সিন্ডিকেটের হাত থাকতে পারে।"

সরকারের পদক্ষেপ ও বিশ্লেষণ

  • ৬ জানুয়ারি খাদ্য মন্ত্রণালয় জানায়, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চাল আমদানি করা যাবে
  • ২০২৪ সালে এনবিআর শুল্ক কমিয়ে প্রথমে ২৫% করে, পরে পুরোপুরি শুল্কমুক্ত করে
  • প্রত্যাশা ছিল কেজিতে ৯.৬০ টাকা দাম কমবে, কিন্তু উল্টো বেড়েছে

ক্যাব সহ-সভাপতি এস এম নাজের হোসাইন:

  • "সরকার শুল্ক প্রত্যাহার করলেও তদারকি না থাকায় ব্যবসায়ীরা দাম কমায়নি।"
  • "মিলার ও কর্পোরেট গ্রুপ একে অপরকে দোষ দিলেও মূলত উভয়েই দাম বাড়ানোর পক্ষে একমত।"

রমজানকে সামনে রেখে তেলের বাজারে কৃত্রিম সংকট তৈরি করেছে সিন্ডিকেট

তেলের ধরনদাম (প্রতি লিটার)
বোতলজাত সয়াবিন১৭৫ টাকা
খোলা সয়াবিন১৫৭ টাকা
খোলা পাম তেল১৫৭ টাকা
বোতলজাত ৫ লিটার সয়াবিন৮৫০-৮৬০ টাকা

বিক্রেতারা বলছেন:

  • "তেলের দাম একই থাকলেও সরবরাহ কমিয়ে সংকট তৈরি করা হয়েছে।"
  • "আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশের বাজারে কখনো কমানো হয় না।"

সবজির বাজারের হালচাল

গত সপ্তাহের তুলনায় সবজির বাজার স্থিতিশীল

পণ্যদাম (প্রতি কেজি/আটি)
বাঁধাকপি, ফুলকপি৩০ টাকা
শিম৩০-৪০ টাকা
বরবটি৬০ টাকা
মুলা২০ টাকা
শসা৪০-৫০ টাকা
গাজর৫০ টাকা
কাঁচামরিচ৮০ টাকা (পাইকারিতে ৫০ টাকা)
আলু২৫-৩০ টাকা (কমেছে ৫ টাকা)
পেঁয়াজ৫০-৬০ টাকা

মুরগি ও ডিমের বাজার

পণ্যদাম (প্রতি কেজি/হালি)
ব্রয়লার মুরগি২০০ টাকা (১০ টাকা কমেছে)
সোনালি মুরগি৩৩০-৩৪০ টাকা
হাঁসের ডিম৯০ টাকা (১০ টাকা বেড়েছে)
মুরগির ডিম৪৮-৫০ টাকা

মাছ ও মাংসের বাজার

মাছ/মাংসদাম (প্রতি কেজি)
রুই (৫ কেজি+)৫০০ টাকা
ছোট রুই২৫০ টাকা
পাবদা৪০০-৪৫০ টাকা
শিং৪৫০-৭০০ টাকা
পাঙাশ১৮০-২০০ টাকা
তেলাপিয়া২০০-২৫০ টাকা
ইলিশ (১ কেজি)২২০০ টাকা
জাটকা ইলিশ৫০০ টাকা
গরুর মাংস৭৫০ টাকা
হাড়ছাড়া গরুর মাংস৯৫০ টাকা
খাসির মাংস১১০০-১১৫০ টাকা

চালের বাজারে তদারকি না থাকায় দাম কমছে না।

তেলের বাজারে সিন্ডিকেটের কারসাজিতে কৃত্রিম সংকট তৈরি হয়েছে।

সবজির বাজার স্থিতিশীল থাকলেও মাংস ও মাছের দাম বেশি।

রমজানের আগেই বাজার মনিটরিং জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Share This Article


ফতেহ আলীর 'স্পিরিট অব জুলাই কনসার্ট' শুল্ক-করমুক্ত

বাংলাদেশে খাদ্যমূল্য বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে আইএমএফ

মঙ্গলবার দর পতনের নেতৃত্বে মেঘনা পেট্রোলিয়াম

মঙ্গলবার দর বৃদ্ধির নেতৃত্বে বাংলাদেশ শিপিং করপোরেশন

মঙ্গলবার লেনদেনের নেতৃত্বে ওরিয়ন ইনফিউশন

১৫ বছরে বঞ্চিত ৭৬৪ সাবেক কর্মকর্তা পদমর্যাদার সঙ্গে পাবেন আর্থিক সুবিধা

মূল্যস্ফীতির কারণে নতুন করে দরিদ্র হয়েছে ৭৮ লাখ মানুষ

বৃহস্পতিবার দর পতনের নেতৃত্বে জুট স্পিনার্স

বৃহস্পতিবার দর বৃদ্ধির নেতৃত্বে এ্যাসোসিয়েটেড অক্সিজেন

বৃহস্পতিবার লেনদেনের নেতৃত্বে ওরিয়ন ইনফিউশন

বুধবার দর পতনের নেতৃত্বে খান ব্রাদার্স