চীনে ১০ দিন পর্যন্ত ভিসা ছাড়াই অবস্থানের সুযোগ

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:৩২, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ২ পৌষ ১৪৩১

 

বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে ভিসামুক্ত ট্রানজিট নীতিতে নতুন শিথিলতা ঘোষণা করেছে চীন। এর ফলে চীনে ভ্রমণের জন্য আন্তর্জাতিক পর্যটকদের জন্য সুবিধা আরও বাড়ল। খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের।

চাইনিজ স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অব ইমিগ্রেশন ঘোষণা করেছে, দেশটি তারা ভিসামুক্ত লেওভারের মেয়াদ ১৪০ ঘণ্টা (১০ দিন) বাড়াবে। এর আগে যাত্রীদের গন্তব্যের ওপর নির্ভর করে ৭২ ঘণ্টা (৩ দিন) বা ১৪৪ ঘণ্টা (৬ দিন) করার অনুমতি চীনের ইমিগ্রেশন।

চীনের এই নীতির আওতায় ৫৪টি দেশের নাগরিকরা সুবিধা পাবেন। এর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ব্রাজিল এবং কানাডা উল্লেখযোগ্য। এই দেশগুলোর নাগরিকরা চীনের ২৪টি প্রদেশের ৬০টি খোলা বন্দর দিয়ে ভ্রমণ করতে পারবেন এবং সেখানে ভিসা ছাড়া ১০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন। তবে এটি কেবল চীন থেকে তৃতীয় কোনো দেশে বা অঞ্চলে ট্রানজিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

এই অঞ্চলগুলোর মধ্যে রয়েছে বেইজিং, সাংহাই, চেংডু এবং গুয়াংজুর মতো পর্যটন স্থানগুলো। তিব্বত এবং জিনজিয়াং-এর মতো বিশেষ অঞ্চলে প্রবেশের জন্য অতিরিক্ত অনুমতি প্রয়োজন।

ইতোমধ্যে, হংকং এবং ম্যাকাও উভয়ই ২৪০ ঘণ্টা ভিসামুক্ত ট্রানজিট প্রোগ্রামের অধীনে প্রবেশকারীদের জন্য তৃতীয় গন্তব্য হিসেবে গণনা করে।
 

Share This Article