ছুটির দিনেও খোলা ছিলো শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার অধিকাংশ কারখানা

  সাভার (ঢাকা) প্রতিনিধি
  প্রকাশিতঃ সকাল ১১:৩৮, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

দুই সপ্তাহেরও বেশি সময় ধরে  শিল্পাঞ্চল সাভার আশুলিয়ায় চলমান শ্রমিক অসন্তোষের ফলে বাধাগ্রস্ত হয়েছে সঠিক সময়ে শিপমেন্ট, কমেছে উৎপাদন, অনেকটা লসের মুখে পড়েছে শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার শিল্প মালিকরা। ক্ষতি পুষিয়ে নিতে আজ সরকারি ছুটির দিনেও খোলা ছিলো শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার বেশিরভাগ শিল্প কারখানা। যথারীতি সকাল আটটা থেকেই কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। দিনশেষে কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর কর্মকর্তাদের দেয়া তথ্য বলছে,সোমবার (১৬ সেপ্টেম্বর) সাভার -আশুলিয়া ও ধামরাইয়ে তৈরী পোশাক,চামড়াজাত পণ্য প্রস্তুতসহ বিভিন্ন ধরনের সর্বমোট ১হাজার ৮৬৩ টি কারখানার মধ্যে  ১ হাজার ৪৩০ টি কারখানায় স্বাভাবিক  উৎপাদন অব্যাহত ছিল। সরকারি ছুটির দিন হওয়ায় অন্যান্য কারখানা গুলো স্বাভাবিক নিয়মে বন্ধ ছিল।

উল্লেখ্য, শ্রমিকদের বিভিন্ন দাবিদাওয়ার প্রেক্ষিতে সাভার আশুলিয়ার শিল্পাঞ্চল ছিল  উত্তাল। গত দুইদিন ধরে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে শিল্পাঞ্চল  সাভার আশুলিয়া। সরজমিনে শিল্পাঞ্চল সাভার আশুলিয়ায় আজ ঘুরে দেখা যায় বিগত দুই সপ্তাহের তুলনায় পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। কর্মচঞ্চল সাভার আশুলিয়া পুরোনো রূপে ফিরে আসায় শ্রমিকদের মাঝেও অনেকটা স্বস্তি লক্ষ্য করা গেছে।  

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম কালবেলাকে বলেন, সরকারি ছুটি থাকায় আজ কিছু কারখানা বন্ধ রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যেকোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।

Share This Article