ছুটির দিনেও খোলা ছিলো শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার অধিকাংশ কারখানা

  সাভার (ঢাকা) প্রতিনিধি
  প্রকাশিতঃ সকাল ১১:৩৮, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

দুই সপ্তাহেরও বেশি সময় ধরে  শিল্পাঞ্চল সাভার আশুলিয়ায় চলমান শ্রমিক অসন্তোষের ফলে বাধাগ্রস্ত হয়েছে সঠিক সময়ে শিপমেন্ট, কমেছে উৎপাদন, অনেকটা লসের মুখে পড়েছে শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার শিল্প মালিকরা। ক্ষতি পুষিয়ে নিতে আজ সরকারি ছুটির দিনেও খোলা ছিলো শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার বেশিরভাগ শিল্প কারখানা। যথারীতি সকাল আটটা থেকেই কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। দিনশেষে কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর কর্মকর্তাদের দেয়া তথ্য বলছে,সোমবার (১৬ সেপ্টেম্বর) সাভার -আশুলিয়া ও ধামরাইয়ে তৈরী পোশাক,চামড়াজাত পণ্য প্রস্তুতসহ বিভিন্ন ধরনের সর্বমোট ১হাজার ৮৬৩ টি কারখানার মধ্যে  ১ হাজার ৪৩০ টি কারখানায় স্বাভাবিক  উৎপাদন অব্যাহত ছিল। সরকারি ছুটির দিন হওয়ায় অন্যান্য কারখানা গুলো স্বাভাবিক নিয়মে বন্ধ ছিল।

উল্লেখ্য, শ্রমিকদের বিভিন্ন দাবিদাওয়ার প্রেক্ষিতে সাভার আশুলিয়ার শিল্পাঞ্চল ছিল  উত্তাল। গত দুইদিন ধরে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে শিল্পাঞ্চল  সাভার আশুলিয়া। সরজমিনে শিল্পাঞ্চল সাভার আশুলিয়ায় আজ ঘুরে দেখা যায় বিগত দুই সপ্তাহের তুলনায় পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। কর্মচঞ্চল সাভার আশুলিয়া পুরোনো রূপে ফিরে আসায় শ্রমিকদের মাঝেও অনেকটা স্বস্তি লক্ষ্য করা গেছে।  

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম কালবেলাকে বলেন, সরকারি ছুটি থাকায় আজ কিছু কারখানা বন্ধ রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যেকোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।

Share This Article


বৃহস্পতিবার দর বৃদ্ধির নেতৃত্বে এ্যাসোসিয়েটেড অক্সিজেন

বৃহস্পতিবার লেনদেনের নেতৃত্বে ওরিয়ন ইনফিউশন

বুধবার দর পতনের নেতৃত্বে খান ব্রাদার্স

বুধবার দর বৃদ্ধির নেতৃত্বে এইচ.আর. টেক্সটাইল

বুধবার লেনদেনের নেতৃত্বে এশিয়াটিক ল্যাবরেটরিজ

রোববার দর পতনের নেতৃত্বে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড

রোববার দর বৃদ্ধির নেতৃত্বে সোনারগাঁও টেক্সটাইল

রোববার লেনদেনের নেতৃত্বে বাংলাদেশ শিপিং করপোরেশন

ব্র্যাক ব্যাংকের এমডির পদত্যাগ দাবি

এনআরবিসি ব্যাংকের শেয়ার লেনদেনে কারসাজি, ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

বৃহস্পতিবার দর পতনের নেতৃত্বে নিউলাইন ক্লোথিংস

বৃহস্পতিবার দর বৃদ্ধির নেতৃত্বে স্টাইলক্র‌্যাফ্ট লিমিটেড