নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের বিকল্প ভাবছে আইসিসি

  ক্রীড়া প্রতিবেদক
  প্রকাশিতঃ দুপুর ১২:১৭, মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪, ২২ শ্রাবণ ১৪৩১

অক্টোবরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা। দেশের চলমান পরিস্থিতিতে বৈশ্বিক এই টুর্নামেন্টের আয়োজন নিয়ে শঙ্কা জেগেছিল আগেই।

গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর সেই শঙ্কট প্রকট হয়েছে আরও। এমতাবস্থায় বিশ্বকাপের জন্য বিকল্প ভেন্যুর চিন্তা করছে আইসিসি।

এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো। বলা হয়েছে, সংক্ষিপ্ত বিকল্প দেশগুলোর তালিকায় রয়েছে আরব আমিরাত, ভারত ও শ্রীলঙ্কা।

১০ দল নিয়ে আগামী ৩ থেকে ২০ অক্টোবর পর্যন্ত মেয়েদের টি–টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে। কিন্তু বর্তমান পরিস্থিতি বিচার করে আইসিসি অনানুষ্ঠানিকভাবে বিকল্প ভেন্যুর ব্যবস্থা রেখেছে। বাংলাদেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন আইসিসির এক কর্মকর্তা।

‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), তাদের নিরাপত্তা সংস্থা এবং আমাদের স্বাধীন নিরাপত্তা পরামর্শকদের সঙ্গে নিয়ে আইসিসি ভালোভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সব অংশগ্রহণকারীদের নিরাপত্তা এবং ভালো থাকাই আমাদের অগ্রাধিকার।’

বিকল্প ভেন্যু নিয়েও জটিলতায় পড়তে পারে আইসিসি। কারণ উল্লেখিত সময়ে শ্রীলঙ্কায় প্রচূর বৃষ্টিপাত হয়। আর এত সংক্ষিপ্ত সময়ে ভারতের ভিসা পাওয়াও কঠিন একটা বিষয়।

কোভিড মহামারির কারণে ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে নেওয়া হয়েছিল।

Share This Article