বিপিএলে ফিক্সিং কেলেঙ্কারি: কঠোর শাস্তির হুঁশিয়ারি বিসিবির

  খেলার ধ্বনি
  প্রকাশিতঃ দুপুর ১২:৫৯, শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ১৮ মাঘ ১৪৩১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফের ফিক্সিং কেলেঙ্কারির ঝুঁকিতে পড়েছে। টুর্নামেন্টের একাধিক ম্যাচ সন্দেহজনক বলে চিহ্নিত হওয়ায় বিসিবি এখন কঠোর অবস্থান নিয়েছে। ১০ ক্রিকেটার ও চারটি ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে তদন্ত চলছে, যার ফলে একটি ক্রিকেটারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিসিবির সভাপতি ফারুক আহমেদ তদন্তের ফলাফলের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন।

বিসিবির দুর্নীতি দমন ইউনিট বিপিএলের অন্তত আটটি ম্যাচকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেছে। তদন্তাধীন ১০ ক্রিকেটারের মধ্যে ছয়জন বাংলাদেশ জাতীয় দলের সদস্য, দুজন দেশি আনক্যাপড এবং দুজন বিদেশি খেলোয়াড় রয়েছেন। এর মধ্যে দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালস সবচেয়ে বেশি নজরদারির মধ্যে রয়েছে।

সন্দেহজনক ম্যাচগুলোর মধ্যে উল্লেখযোগ্য—বরিশাল বনাম রাজশাহী (৬ জানুয়ারি), রংপুর বনাম ঢাকা (৭ জানুয়ারি), ঢাকা বনাম সিলেট (১০ জানুয়ারি), রাজশাহী বনাম ঢাকা (১২ জানুয়ারি) এবং চিটাগাং বনাম সিলেট (১৩ জানুয়ারি)।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ কড়া বার্তা দিয়ে বলেছেন, ‘তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা আনুষ্ঠানিক মন্তব্য করতে পারছি না। তবে যদি কেউ দোষী প্রমাণিত হয়, তাহলে শাস্তি ভয়াবহ হবে। আমি কাউকে ছাড় দেব না।’ তিনি আরও বলেন, ‘তদন্তের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং সেটি উদাহরণযোগ্য হবে।’

বিপিএল শুরু থেকেই ফিক্সিং কেলেঙ্কারিতে ঘিরে নানা বিতর্কে পড়েছে, এবং ২০১৩ সালে মোহাম্মদ আশরাফুলের নিষেধাজ্ঞার পর থেকে এই সমস্যা সমাধানে বিসিবি অনেক কড়াকড়ি নিয়েছে। তবে, এই সমস্ত পদক্ষেপের পরও ফিক্সিং ঠেকানো যায়নি, এবং এবারের বিপিএলে তা আবার ফিরে এসেছে। এখন দেখার বিষয়, বিসিবি কি এবার সত্যিই কঠোর শাস্তি প্রদান করতে সক্ষম হবে, নাকি এই বিতর্ক ধীরে ধীরে থেমে যাবে!

Share This Article